ওয়ার্ড প্রসেসরের সুবিধা কতটি
ওয়ার্ড প্রসেসরের সুবিধা:
মানুষ তার কল্পনাকে অন্যের কাছে তুলে ধরতে মাধ্যম হিসেবে লেখার কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির এ যুগে লেখার এ কাজটি করার জন্য ওয়ার্ড প্রসেসর এর গুরুত্ব অনেক। ওয়ার্ড প্রসেসরে কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। যেমন:
• নির্ভুলভাবে লেখালেখির কাজ করা এবং ভুল হলে সংশোধনের সুযোগ পাওয়া।
• নান্দনিকভাবে মনের ভাব উপস্থাপন করা।
• লেখাকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। যেমনঃ লেখার আকার ছোট-বড় করা, লেখাকে রঙ্গিন করা ইত্যাদি।
• পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো, লেখা মুছে ফেলা বা লেখাকে নতুন রুপে সাজানো যায়।
• প্রয়োজনে লেখার মাঝে ছবি, চার্ট, টেবিল সংযোজন করে লেখাকে গ্রহণযোগ্য করা যায়।
• একই সাথে একের অধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়।
• ফাইন্ড-রিপ্লেস কমান্ড এর মাধ্যমে অল্প সময়ে শব্দ খোঁজা যায় ও প্রতিস্থাপন করা যায়।
• বড় আকারের ডকুমেন্ট যেমন: গবেষণা পত্র, ছবির তালিকা ইত্যাদি অল্প সময়ে তৈরি করা।
• ডকুমেন্ট সংরক্ষণ করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions