ব্যাংক হিসাব কাকে বলে
আধুনিক অর্থ ব্যবস্থায় প্রতিটি মানুষ ও প্রতিষ্ঠানের জন্য ব্যাংক হিসাব একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংক হিসাবের মাধ্যমেই ব্যাংক মক্কেলের টাকা গ্রহণ করে, উত্তোলনের সুযোগ প্রদান করে এবং বিভিন্ন সেবা প্রদান করে। সেবার ভিন্নতার জন্য ব্যাংক হিসাব ভিন্ন হতে পারে। ব্যাংক সুনির্দিষ্ট নীতিমালা অনুসরন করে হিসাব পরিচালনা করে। বর্তমানে অন-লাইন ব্যাংকিং হওয়ায় ব্যাংক হিসাব আরো গুরুত্বপূর্ণ হয়েছে। এখানে উলেস্নখ্য যে, গ্রাহক একটি হিসাব ব্যবহার করে দেশবিদেশের যেকোন জায়গা থেকে তার সেবা নিতে পারে।
ব্যাংক হিসাবের সংজ্ঞা
ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, তখন ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একটি হিসাব (Account) খোলে। যে হিসাবের মাধ্যমে ব্যাংক আমানতকারীদের অর্থ গ্রহণ, তা থেকে উত্তোলনের সুযোগসহ সকল লেনদেনের হিসাব সংরক্ষণ ও নিষ্পত্তি করে, তাকে ব্যাংক হিসাব বলে। আগ্রহী বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান নির্ধারিত ফরমে আবেদন করে এবং নির্ধারিত ন্যূনতম অর্থ জমা দিয়ে এরূপ হিসাব খুলতে পারে। জানা হলো ব্যাংক হিসাবের সাধারণ কথা। এবার আসুন, হিসাবের কিছু সংজ্ঞা জেনে নিই।
ব্যাংক হিসাব সম্পর্কে প্রফেসর হার্ডসন বলেন, ‘‘যে হিসাবের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদের সাথে লেনদেন করে তাকে ব্যাংক হিসাব বলে।’’
Dictionary of Banking and Finance এর মতে, ‘‘ব্যাংক হিসাব হচ্ছে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তিগত সম্মতি, যার মাধ্যমে ফি-এর বিনিময়ে গ্রাহক ব্যাংক সেবাদি গ্রহণ করে। এরূপ হিসাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে খোলা যায়।’’
উপরের আলোচনা থেকে বলা যায় যে, ব্যাংক হিসাব হলো ব্যাংকের নিজস্ব নথিপত্রে প্রত্যেক আমানতকারীর নাম, ঠিকানা ও হিসাব নম্বরযুক্ত এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে প্রত্যেকের জমাকৃত অর্থ গ্রহণ, উত্তোলনকৃত অর্থ এবং অন্যান্য সেবার সমুদয় হিসাব সুশৃঙখলভাবে সংরক্ষণ করা হয়।
ব্যাংক হিসাবের গুরুত্ব (Importance of Bank Account)
ক. ব্যাংক- গ্রাহকের সুবিধাবলি
১. অর্থের নিরাপত্তাঃ ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করলে তাতে ঝুঁকি হ্রাস পায় এবং অর্থ নিরাপদ থাকে। এ ছাড়া হুন্ডি, পে-অর্ডার ইত্যাদির ব্যবহারের সুযোগ পাওয়া যায় এবং লেনদেন সহজ ও ঝুঁকিমুক্ত হয়।
২. আয় বৃদ্ধিঃ ব্যাংকে টাকা জমা রাখা হলে ব্যাংক সে টাকা দিয়ে নিজে ব্যবসা করে। সে কারণে ব্যাংক আমানতকারীকে জমাকৃত অর্থের উপর নির্ধারিত হারে সুদ/মুনাফা দেয়। এটি আমানতকারীর জন্য একটি বাড়তি আয়। নগদ অর্থ ঘরে জমিয়ে রাখলে তাতে কোন আয় হয় না। কিন্তু ব্যাংক হিসাবে জমা করা হলে তার উপর আয় পাওয়া যায়।
৩. মিতব্যয়ীতাঃ নগদ টাকা হাতে থাকলে খরচ করার প্রবণতা বেড়ে যায়। কিন্তু ব্যাংকে টাকা জমা রাখলে নগদ অর্থ খরচ করার প্রবণতা কমে যায়। ফলে অপ্রয়োজনীয় খরচ কমে যায়। এভাবে গ্রাহক মিতব্যয়ী হবেন এটাই স্বাভাবিক।
৪. ধারে লেনদেনঃ ব্যাংকের সাথে কোন গ্রাহকের লেনদেন না থাকলে ব্যাংক তার আর্থিক স্বচছলতা নিরূপণ করতে পারে না। লেনদেনের এক পর্যায়ে ব্যাংক জমার অতিরিক্ত অর্থ দিয়েও চেক পরিশোধের ব্যবস্থা করে দেয়। ব্যাংক হিসাব থাকার কারণেই এমনটি সম্ভব।
৫. প্রয়োজনীয় তথ্যঃ ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করলে ব্যাংক গ্রাহকের তথ্য অন্যকে প্রদান করতে পারে। আবার অন্যের তথ্য সংশ্লিষ্ট গ্রাহককে দিতে পারে।
৬. অর্থ স্থানান্তরঃ ব্যাংক হু-- বা পে-অর্ডারের মাধ্যমে একস্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ করে মক্কেলকে সহায়তা করে।
৭. পাওনা আদায়ঃ ব্যাংক হিসাব থাকলে ব্যাংক গ্রাহকের পক্ষে কোন Party -এর কাছ থেকে মক্কেলের অর্থ আদায় করতে পারে। আবার তার পক্ষে কোন দেনাও পরিশোধ করতে পারে।
খ. সামাজিক সুবিধাবলি
ব্যাংক হিসাব রক্ষণাবেক্ষণের কারণে সমাজ সমষ্টিগতভাবে উপকৃত হয়।
১. সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠনঃ ব্যাংক হিসাবের মাধ্যমে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র আমানত সংগ্রহ করে তা বড় আকারের মূলধনে পরিণত করা হয়।
২. বিনিয়োগঃ বিনিয়োগের পূর্ব শর্ত হলো মূলধন গঠন। ব্যাংক হিসাবের মাধ্যমে সঞ্চয়কে একত্রিত করে মূলধন গঠন করে তা আবার উৎপাদনশীল ও লাভজনক খাতে বিনিয়োগ করা হয়।
৩. অর্থ সরবরাহঃ ব্যাংক ঋণ আমানত তৈরি করে অর্থের সার্কুলেশন বাড়াতে পারে। এতে সমাজে অর্থের তারল্য বেড়ে যায়।
৪. বৈদেশিক বিনিময়ঃ ব্যাংক হিসাবের মাধ্যমে বৈদেশিক লেনদেন নিষ্পত্তি করা যায়। এতে বৈদেশিক বাণিজ্য কার্যক্রম ত্বরান্বিত হয়।
৫. আয় ও কর্মসংস্থান বৃদ্ধিঃ ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করে সমাজের সামগ্রিক আয় ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব।
সারসংক্ষেপ:
ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে তখন ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একটি হিসাব (Account) খোলে। ব্যাংক হিসাব সম্পর্কে প্রফেসর হার্ডসন বলেন, ‘‘যে হিসাবের মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদের সাথে লেনদেন করে তাকে ব্যাংক হিসাব বলে।’’ Dictionary of Banking and Finance এর মতে, ‘‘ব্যাংক হিসাব হচ্ছে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তিগত সম্মতি, যার মাধ্যমে ফি-এর বিনিময়ে গ্রাহক ব্যাংক সেবাদি গ্রহণ করে। এরূপ হিসাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে খোলা যায়।’’
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions