হরমোন কি
যে জৈব রাসায়নিক পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থি হতে নিঃসৃত হয়ে বার্তাবহরূপে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে এবং দেহের নানাবিধ বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে দেহের রাসায়নিক সংযোজন রক্ষা করে তাকে হরমোন বলে। হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয়।
হরমোনের কাজ:
১। টেস্টোস্টেরন: পুরুষের আনুষঙ্গিক যৌন বৈশিষ্ট্য প্রকাশ এবং শুক্রাণু উৎপাদন ভূমিকা পালন করে।
২। ইস্ট্রোজেন ও প্রজোস্টেরন: স্ত্রী লোকের আনুসঙ্গিকে যৌন বৈশিষ্ট্য প্রকাশ এবং প্লাসেন্টা গঠনে ভূমিকা পালন করে।
৩। ইনসুলিন: রক্তে গ্লুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে।
৪। গ্রোথ হরমোন: মস্তিষ্কের পিটুইটারী গ্রন্থি থেকে নিঃসৃত এ হরমোন দেহের বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions