সাধারণ জ্ঞান : পরিমাপের একক ও বিভিন্ন এককের নাম
১। চাপের একক - প্যাসকেল বা নিউটন / বর্গমিটার।
২। বৈদ্যুতিক ক্ষমতার একক - ওয়াট।
৩। কম্পাঙ্কের একক - হার্জ।
৪। চৌম্বক ফ্লাক্স এর একক - ওয়েবার।
৫। তাপের একক - জুল।
৬। ওজনের একক - নিউটন।
৭। তাপমাত্রার একক - কেলভিন।
৮। তড়িৎ প্রবাহের একক - অ্যাম্পিয়ার।
৯। রোধের একক - ওহম।
১০। লেন্সের একক - ডায়াপ্টার।
১১। আলোক ফ্লাক্সের একক - লুমেন।
১২। দীপন তীব্রতার একক -লাক্স।
১৩। কৌণিক বেগের একক - রেডিয়ান / সে
১৪। কৌণিক ত্বরনের একক - রেডিয়ান / সে২
১৫। দীপন ক্ষমতার একক - ক্যান্ডেলা।
১৬। তড়িৎ পরিবাহিতার একক - সিমেন্স।
১৭। আপেক্ষিক রোধের একক - ওহম মিটার।
১৮। তেজষ্ক্রিয়তার একক - বেকেয়েল।
১৯। চৌম্বক আবেশের একক - ওয়েবার/এম২, টেসলা
২০। মেরু শক্তির একক - ওয়েবার
২১। কৌণিক ভরবেগের একক - কি.গ্রা. - মিটার২/ সে.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions