ক্রেস্কোগ্রাফ যন্ত্রের কাজ কি
ক্রেস্কোগ্রাফ যন্ত্রের কাজ হলো উদ্ভিদের বৃদ্ধি নিরূপণ বা পরিমাপণ করা। ভারতীয় বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু বিংশ শতাব্দীর প্রারম্ভে এ যন্ত্রটি আবিষ্কার করেন। এ যন্ত্রে ঘড়ির ন্যায় (ঘড়িরর কলকব্জাযুক্ত) একসারি গিয়ার এবং চারাগাছের ডগার (কিংবা ইহার মূল) মুভমেন্ট রেকর্ড করার জন্য স্মোক গ্লাসের একখানা প্লেট থাকে। (সূর্যের দিকে তাকানোর জন্য ধোয়া দিয়ে কালো করা কাচকে বলা হয় স্মোক গ্লাস)। ডগার মুভমেন্ট সর্বোচ্চ ১০,০০০ বা পর্যন্ত হতে পারে। কয়েক সেকেন্ডের ব্যবধানে প্লেটের উপর দাগ কাটা থাকে। ভিন্ন ভিন্ন উদ্দীপকের আওতায় বৃদ্ধির হারটা কিভাবে ভিন্ন হয় তা এ দাগগুলো নির্দেশ করে। তাপমাত্রা, রাসায়নিক দ্রব্য, গ্যাস ও বিদ্যুৎ সহযোগে বোস গবেষণা কর্মটি চালিয়েছিলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions