সাধারণ জ্ঞান : রাশি কাকে বলে
ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। যেমন: কোন বস্তুর দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি পরিমাপ করা যায়। এগুলো সবই রাশি।
রাশি কত প্রকার
দিকের বিবেচনায় আমরা বস্তুজগতের সকল রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। যথা:
১। স্কেলার রাশি ও
২। ভেক্টর রাশি
স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে
স্কেলার রাশি: যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদের স্কেলার রাশি বলে।
দ্রুতি, কাজ, ক্ষমতা, শক্তি, ঘনত্ব, তাপ, তাপমাত্রা, ভর, সময়, আয়তন, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাংক, বিস্তার, দীপনমাত্রা, দীপন ক্ষমতা, বিদ্যুৎ প্রবাহমাত্রা, রোধ, চার্জ, জনসংখ্যা, মুত্যুহার, জন্মহার, প্রতিসরাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, চৌম্বক বিভব, বৈদ্যুতিক বিভব, বিচ্যুতি ইত্যাদি স্কেলার রাশির উদাহরণ।
ভেক্টর রাশি: যে সকল ভৌত রাশকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদের ভেক্টর রাশি বলে।
যেমন: বেগ, ভরবেগ, সরণ, ত্বরণ, মন্দন, বল, বলের ঘাত, বলের ভ্রামক, চৌম্বক ভ্রামক, চৌম্বক দৈর্ঘ্য, চৌম্বক প্রাবাল্য, বৈদ্যুতিক প্রাবাল্য, ওজন, পৃষ্ঠটান, সান্দ্রতা পুণাঙ্ক, অভিকর্ষজ ত্বরণ ইত্যাদি।
স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য
১। স্কেলার রাশি কেবল মান দ্বারা প্রকাশ করা যায়, ভেক্টর রাশি মান ও দিক উভয়ের দ্বারা প্রকাশ করা যায়।
২। শুধু মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়, মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়।
৩। স্কেলার রাশি যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি বীজগণিতের নিয়মনানুসারে হয়; ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি বীজগণিতের নিয়মানুসারে হয় না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions