সাধারণ জ্ঞান : দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য
দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য সমূহ নিম্নে দেয়া হলো:
১। দ্রুতি স্কেলার রাশি। বেগ ভেক্টর রাশি। সময়ের সাথে কোন বস্তুর সরণের হারই বেগ। বস্তু একই দিকে সমান সময়ে সমান দুরত্ব অতিক্রম করলে সুষমবেগ এবং সমান সময়ে বিভিন্ন রকমের দূরত্ব অতিক্রম করলে অসমবেগ বলে।
২। শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়। শুধু মানের কিংবা শুধু দিকের অথবা উভয়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়।
৩। বস্তুর বেগের মানই দ্রুতি। নির্দিষ্ট দিকে দ্রুতিই বেগ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions