সাধারণ জ্ঞান : রকেট কিভাবে আকাশে উড়ে
নিউটনের তৃতীয় সূত্রের তত্ত্ব অনুসারে রকেট আকাশে উড়ে।রকেটে জ্বালানি পুড়িয়ে প্রচুর গ্যাস উৎপন্ন করা হয়। রকেটের পিছনের অংশ থেকে গ্যাস প্রচন্ড বেগে নির্গত হওয়ায় গতির বিপরীতে ক্রিয়ায় রকেটকে বিপরীত দিকে ধাক্তা দেয়। ফলে রকেট প্রচন্ড বেগে সামনের দিকে এগিয়ে যায়। বিমান ও রকেট চালনার মূল পার্থক্য হলো রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না। কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাসনির্ভর।
নিউটেনের তৃতীয় গতি সূত্রটি হলো: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
বন্দুক থেকে গুলি ছোড়া হলে পেছনের দিকে বন্দুক চালনাকারীকে ধাক্কা দেবে। এটা নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী হয়।
এছাড়া একজন মাঝি নৌকা চালানোর সময় নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে। মহাকাশযান উৎক্ষিপ্ত হয় নিউটনের তৃতীয় সূত্রের নীতিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions