সাধারণ জ্ঞান : বিজ্ঞান বিষয়ক
রাসায়নিক পরিবর্তন কাকে বলে
যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু স্বীয় সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এতে বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় এবং অণুর গঠনের পরিবর্তন হয়ে নতুন অনুর সৃষ্টি হয়। এ পরিবর্তন স্থায়ী। এতে তাপশক্তির শোষণ বা উদগীরণ হয়ে থাকে। পানির তড়িৎ বিশ্লেষণ, লোহায় মরিচা পড়া, মোম জ্বলে উড়ে যাওয়া প্রভৃতি রাসায়নিক পরিবর্তন।
বহুদিন আর্দ্র বাতাসে লোহাকে রেখে দিলে লোহা পানি ও বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এর ফলে লোহার উপর মরিচা পড়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions