সাধারণ জ্ঞান : বিজ্ঞান বিষয়ক
মৌলিক পদার্থ কাকে বলে
যে সকল বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোন সহজ বস্তুতে রূপান্তরিত করা যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন: লোহা, তামা, ফসফরাস, নিয়ন, নিকেল, গোল্ড প্রভৃতি। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা ১১৫টি। এর মধ্যে প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থ ৯২টি।
সবচেয়ে হালকা মৌলিক পদার্থ হলো হাইড্রোজেন এবং সবচেয়ে ভারী মৌলিক পদার্থ হলো ইউরেনিয়াম।
যৌগিক পদার্থ কাকে বলে?
যে সকল বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদের যৌগিক পদার্থ বলে। যেমন: পানি। এটি অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। ১৭৮১ সালে বিজ্ঞানী ক্যাভেন্ডিস হাইড্রোজেন ও বায়ুর মিশ্রণে পানি উৎপন্ন করে প্রমাণ করেন যে, পানি একটি যৌগিক পদার্থ। এর পূর্বে পানিকে মৌলিক পদার্থ হিসেবে ধরা হতো।
আয়তন হিসেবে পানিতে হাইড্রোজেন: অক্সিজেন=২:১। পানি একমাত্র তরল পদার্থ যার তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থার ঘনত্ব কম। কয়েকটি যৌগিক পদার্থের উদাহরণ হলো ফসফিন, ইস্পাত, ইউরিয়া, পাণি, লবণ প্রভৃতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions