সাধারণ জ্ঞান:
বিজ্ঞানে জন ডাল্টন এর অবদান
ব্রিটিশ রসায়নবিদ জন ডাল্টন (John Dalton), জন্ম ১৭৬৬, মৃত্যু ১৮৪৪)। ১৮০৩ সালে ডেমোক্রিটাসের মতবাদকে সমর্থন করে তাঁর পরীক্ষামূলক কাজ হতে বলেন যে- “পরমাণু অবিভাজ্য, তাদের সৃষ্টি বা ধ্বংস নেই। প্রত্যেক পদার্থই অসংখ্য পরমানুর সমন্বয়ে গঠিত। একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ও তার অভিন্ন, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন।” একে ডাল্টনের পরমাণুবাদ বলা হয়। এই পরমাণুবাদের জন্য জন ডাল্টনকে আধুনিক রসায়নের জনক বলা হয়।কারণ পরমাণুবাদই হচ্ছে আধুনিক রসায়নের ভিত্তি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions