সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি বিষয়ক পার্ট-১
১। সমান তাপমাত্রা দিলে দুধ পানি অপেক্ষা আগে ফুটে কেন?
উত্তর: দুধের তাপগ্রহীতা বেশি বলে।
২। কোন্ বিমান শব্দের চাইতে দ্রুতগতে চলে?
উত্তর: সুপারসনিক বিমান।
৩। কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে?
উত্তর: ব্যাঙ
৪। আঘাত লেগে ফুলে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা কোনটি?
উত্তর: ঠান্ডা পানি ও বরফ দেয়া।
৫। ডায়াবেটিক চিকিৎসায় কোন হরমোন ব্যবহৃত হয়?
উত্তর: ইনসুলিন।
৬। কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
উত্তর: লুই পাস্তর।
৭। পরমাণুতে কোন শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায়। পরে আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পাওয়া যায়?
উত্তর: তড়িৎ।
৮। জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়?
উত্তর: তুষার রেখা।
৯। হীরা আধারে চকমক করে কেন?
উত্তর: উচ্চ প্রতিসরাংকের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিসরণ ঘটে।
১০। ইউরিয়া মিশ্রিত খড় খাওয়া গরু মোটা তাজা হয় কেন?
উত্তর: ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে।
১১। অন্ধকার ঘরে লাল আলোতে কোনটি কালো দেখাবে?
উত্তর: সবুজ পাতা।
১২। সংকর ধাতু কাঁসার উপাদান কি কি?
উত্তর: তামা ও টিন।
১৩। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
উত্তর: মিথেন।
১৪। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে খরচ কেমন হয়?
উত্তর: একই হয়।
১৫। ডাক্তার নাড়ী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন?
উত্তর: ধমনীর স্পন্দন।
১৬। ভিটামিন ই এর কাজ কি?
উত্তর: প্রজননে সহায়তা করা।
১৭। সাবানের রাসায়নিক নাম কি?
উত্তর: সোডিয়াম স্টিয়ারেট।
১৮। কোনটি বহুরূপী মৌল?
উত্তর: কার্বন।
১৯। ভূপালের রাসায়নিক কারখানায় বিস্ফোরণের জন্য কোন কোম্পানীকে দায়ী করা হয়েছিল?
উত্তর: ইউনিয়ন কার্বাইড।
২০। নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন?
উত্তর: সারফেস টেনসনের দরুন বালু নিজ স্থানে ফিরে আসে।
২১। বিদ্যুৎ পরিবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎষ্পৃষ্ট হয় না কেন?
উত্তর: মাটির সঙ্গে সংযোগ হয় না বলে।
২২। সবচেয়ে উচ্চফলনশীল ধান কোনটি?
উত্তর: মালা ইরি।
২৩। আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল কোনটি?
উত্তর: কাজী পেয়ারা।
২৪। কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত?
উত্তর: ফ্রিসিয়ানা।
২৫। লোহার সাথে কোন ধাতু মিশিয়ে স্টেইনলেস স্টীল তৈরি করা হয়?
উত্তর: নিকেল ও অ্যালুমিনিয়াম
২৬। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়?
উত্তর: প্রতিধ্বনি।
২৭। লবণ মিশ্রিত মসলা অনেকদিন ভাল থাকে কেন?
উত্তর: লবণ সমসলার রস শোষণ করে পচন বন্ধ করে।
২৮। প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি?
উত্তর: Yarsenia pesting

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions