Home » » সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি বিষয়ক পার্ট-২

সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি বিষয়ক পার্ট-২

সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি বিষয়ক পার্ট-২

১। শীত গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝরে যায় কেন?

উত্তর:   প্রস্বেদন কমাতে।


২। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

উত্তর:  ইউরিয়া।


৩। চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীতে সেই বস্তুর ওজনের কত অংশ?

উত্তর:   ছয় ভাগের এক ভাগ।

 

৪। কোন এসিডের মিশ্রণ স্বর্ণ গলিয়ে দেয়?

উত্তর:  HNO3 HCI

 

৫। আমিষ পরিপাক হয়ে কি হয়?

উত্তর: কার্বোহাইড্রেট।

 

৬। গ্রীন পিস কি?

উত্তর:   পরিবেশ আন্দোলন গ্রুপ।


৭। রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে?

উত্তর: প্রিজমের

 

৮। বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন?

উত্তর:   ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়।


৯। জেট ইঞ্চিন কোন ধরনের ইঞ্জিন?

উত্তর: রি-অ্যাকশন

 

১০। ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত?

উত্তর:   তামা ও টিন।


১১। একটি জেনারেটরের শক্তি কিসের উপর নির্ভর করে?

উত্তর: এর ভিতরে প্রবাহিত বিদ্যুৎ শক্তির উপর।


১২। হাড় ও দাঁত তৈরির জন্য কোন ভিটামিন প্রয়োজন?

উত্তর: ভিটামিন ডি


১৩। নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা করা হয়?

উত্তর:স্থিতি শক্তি।


১৪। খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেয়া পাত্রের চাল শীঘ্র সিদ্ধ হয় কেন?

উত্তর: চাপ বৃদ্ধি পায় বলে।


১৫। মহাশূণ্যচারী মহাশূণ্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কেন?

উত্তর: মহাশূণ্যচারী 'g' এর মানের সমান মানে ত্বরিত হয়।


১৬। এক গ্রাম পানির তাপমাত্র ২০° থেকে ৩০° সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন?

উত্তর: ১০ ক্যালরি।


১৭। কোন রং বেশি দূর হতে দেখা যায়?

উত্তর: লাল।

 

১৮। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

উত্তর:  ইউরিয়া।


১৯। চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীতে সেই বস্তুর ওজনের কত অংশ?

উত্তর: ছয় ভাগের এক ভাগ।


২০। AIDS এর শব্দগুলো কি কি?

উত্তর: Acquired Immune Deficiency Syndrome


২১। পৃথিবীর কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?

উত্তর: নিরক্ষীয় অঞ্চলে।


২২। আমিষ পরিপাক হয়ে কি হয়?

উত্তর: এ্যামাইনো এসিড।


২৩। কোন রং এর কাপে চা বেশিক্ষণ গরম থাকে?

উত্তর: সাদা।

 

২৪। রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়?

উত্তর: ভূমিকম্পের তীব্রতা।

 

২৫। ব্যাটারী থেকে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়?

 উত্তর:   ডিসি

 

২৬। আমাদের দেশে ইউরিয়া সার উৎপন্ন করার কাঁচামাল কি?

 উত্তর:  প্রাকৃতিক গ্যাস


২৭।  বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন কে?

 উত্তর:  টমাস এডিসন


২৮। কোন রং এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?

 উত্তর:  লাল


২৯। পৃথিবীর উপর মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর ত্বরণ কত?

 উত্তর:  98 m/sec2


৩০। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে দীর্ঘ দিন কোনটি?

 উত্তর:  ২১ জুন।


৩১। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?

 উত্তর:  পারদ

 

৩২। কোন বাঙালি বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের সাথে যুক্তভাবে একটি তত্ত্ব দিয়েছিলেন?

 উত্তর:    সত্যেন্দ্রনাথ বোস।


৩৩। আলোর চেয়ে শব্দের গতিবেগ কেমন?

 উত্তর:  কম।

 

৩৪। ইবনে সিনা কে ছিলেন?

 উত্তর:    চিকিৎসক।


৩৫। মিল্ক ওয়ে কি?

 উত্তর:  নীহারিকামন্ডল

 

৩৬। সুর্যের নিকটতম গ্রহের নাম কি?

 উত্তর:    বুধ


৩৭। মৌলিক পদার্থ কোনটি?

 উত্তর:  লোহা।

 

৩৮। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কি?

 উত্তর:    হীরা


৩৯। কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থার ঘনত্ব কম?

 উত্তর:  জল।

 

৪০। কোনটি সর্বোত্তম তড়িৎবাহক?

 উত্তর:    তামা


৪১। মহাশূন্যে প্রথম নভোচারী কোন দেশের ছিলেন?

 উত্তর:  রাশিয়ার

 

৪২। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন কিসের জন্য?

 উত্তর:    উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে।


৪৩। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবীর চর্তুদিকে পরিভ্রমণ করছে - এই তত্ত্ব দিয়েছিলেন কে?

 উত্তর:  কোপার্নিকাস

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Basic Computer Course

MS Word
MS Excel
MS PowerPoint
Bangla Typing, English Typing
Email and Internet

Duration: 2 months (4 days a week)
Sun+Mon+Tue+Wed

Course Fee: 4,500/-

Graphic Design Course

Adobe Photoshop
Adobe Illustrator

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 9,000/-

Web Design Course

HTML 5
CSS 3

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 8,500/-

Digital Marketing Course

Facebook, YouTube, Instagram, SEO, Google Ads, Email Marketing

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 15,000/-

Class Time

Morning to Noon

1st Batch: 08:00-09:30 AM

2nd Batch: 09:30-11:00 AM

3rd Batch: 11:00-12:30 PM

4th Batch: 12:30-02:00 PM

Afternoon to Night

5th Batch: 04:00-05:30 PM

6th Batch: 05:30-07:00 PM

7th Batch: 07:00-08:30 PM

8th Batch: 08:30-10:00 PM

Contact:

Alamin Computer Training Center

796, West Kazipara Bus Stand,

West side of Metro Rail Pillar No. 288

Kazipara, Mirpur, Dhaka-1216

Mobile: 01785 474 006

Email: alamincomputer1216@gmail.com

Facebook: www.facebook.com/ac01785474006

Blog: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->