Home » » সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি বিষয়ক পার্ট-৩

সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি বিষয়ক পার্ট-৩

সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি বিষয়ক পার্ট-৩

১। যদি চন্দ্রে প্রচন্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শোনা যাবে?

উত্তর:  কখনও শোনা যাবে না।

 

২। কোন ঋতুতে শব্দ বায়ুর মাধ্যমে দ্রুত চলে?

উত্তর:  বর্ষাকালে

 

৩। কোন পাখির জিভ কন্টকময়?

উত্তর:  কাঠঠোকরা

 

৪। কোন গ্যাস এসিডধর্মী?

উত্তর:  কার্বন-ডাই-অক্সাইড

 

৫। ভূ-পৃষ্ঠ হতে উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন?

উত্তর:  সেখানে বায়ুর চাপ ভূ-পৃষ্ঠ হতে কম বলে

 

৬। কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?

উত্তর:  রঞ্জন রশ্মি

 

৭। ট্রিপল সুপার ফসফেট কি?

উত্তর: একজাতীয় সার

 

৮। চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ?

উত্তর:  ছয় ভাগের এক ভাগ

 

৯। কোনটি মূল?

উত্তর:  শালগম

 

১০। কোনটি বায়ুর উপাদান নয়?

উত্তর:  ফসফরাস

 

১১। এটম বোমার আবিষ্কারক কে?

উত্তর:  অটো হ্যান

 

১২। কোনটি এন্টিবায়েটিক?

উত্তর:  পেনিসিলিন

 

১৩। আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল কতক্ষণ?

উত্তর:  ০.১ সেকেন্ড

 

১৪। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয়?

উত্তর:  সূর্যগ্রহণ

 

১৫। উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে কোথায়?

উত্তর:  আয়নোমন্ডলের উর্ধ্ব স্তরে

 

১৬। বায়ুমন্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?

উত্তর:  আয়নোস্ফিয়ার


১৭। বস্তুর বেগ দ্বিগুণ হলে কি হয়?

উত্তর:  এর ভরবেগ দ্বিগুণ হয়


১৮। ১৮৯৮ সালে মাদাম কুরী ও পিয়েরে কুরী কি আবিস্কার করেন?

উত্তর:  থোরিয়াম।

 

১৯। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশে?

উত্তর:  রাশিয়া

 

২০। ৫০° ফারেনহাইট উষ্ণতার সমান কত সেন্টিগ্রেড?

উত্তর:   ১০° সেন্টিগ্রেড

 

২১। পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে-

উত্তর:  অভিকর্ষ

 

২২। বৈদ্যুতিক ক্ষমতার একক কি?

উত্তর:  ওয়াট

 

২৩। পরম শূণ্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত?

উত্তর:  শূন্য

 

২৪। বিমান চালনা ঝুকিপূর্ণ কখন?

উত্তর:  ঠান্ডা বায়ুর মধ্য দিয়ে

 

২৫। কোন ধরনের রাসায়নিক সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে?

উত্তর:  ইউরিয়া

 

২৬। পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটা করে?

উত্তর: এপসন, ১৯৮১

 

২৭। কি ধরনের বনাঞ্চলকে টাইগা বলা হয়?

উত্তর:  সরলবর্গীয় বনাঞ্চল


২৮। কচুরীপানা পানিতে ভাসার কারণ কি?

উত্তর:  কারণ এদের কান্ড ফাপা


২৯। ডাইনোসর কোন মহাযুগের প্রাণী ছিল?

উত্তর:  পেলিওজোয়িক


৩০। কোন মাটির পানি ধারণ ক্ষমতা বেশি?

উত্তর:  দো-আঁশ মাটি


৩১। সৌর কোষে ব্যবহৃত হয় কি?

উত্তর:  ক্যাডমিয়াম


৩২। শান্ত সমূদ্র কোথায় অবস্থিত?

উত্তর:   চন্দ্রে


৩৩। হেল বগ ধূমকেতু আবিষ্কৃত হয় কত সালে?

উত্তর:  ১৯৯৫ সালে


৩৪। ওজোনের রঙ কি?

উত্তর:  গাঢ় নীল


৩৫। অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কি হিসেবে?

উত্তর:  গ্লােইকোজেন রূপে


৩৬। ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমন্ডলের ব্যপ্তি কত মিটার?

উত্তর:  প্রায় ১৫,০০০ মিটার


৩৭।আলট্রাসনোগ্রাফী কি?

উত্তর:  স্বল্প তরঙ্গদৈর্ঘের ইমেজিং

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Basic Computer Course

MS Word
MS Excel
MS PowerPoint
Bangla Typing, English Typing
Email and Internet

Duration: 2 months (4 days a week)
Sun+Mon+Tue+Wed

Course Fee: 4,500/-

Graphic Design Course

Adobe Photoshop
Adobe Illustrator

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 9,000/-

Web Design Course

HTML 5
CSS 3

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 8,500/-

Digital Marketing Course

Facebook, YouTube, Instagram, SEO, Google Ads, Email Marketing

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 15,000/-

Class Time

Morning to Noon

1st Batch: 08:00-09:30 AM

2nd Batch: 09:30-11:00 AM

3rd Batch: 11:00-12:30 PM

4th Batch: 12:30-02:00 PM

Afternoon to Night

5th Batch: 04:00-05:30 PM

6th Batch: 05:30-07:00 PM

7th Batch: 07:00-08:30 PM

8th Batch: 08:30-10:00 PM

Contact:

Alamin Computer Training Center

796, West Kazipara Bus Stand,

West side of Metro Rail Pillar No. 288

Kazipara, Mirpur, Dhaka-1216

Mobile: 01785 474 006

Email: alamincomputer1216@gmail.com

Facebook: www.facebook.com/ac01785474006

Blog: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল*

বার্তা*

-->