Home » » সাধারণ জ্ঞান : বিভিন্ন বিষয়ের আবিষ্কারক

সাধারণ জ্ঞান : বিভিন্ন বিষয়ের আবিষ্কারক

সাধারণ জ্ঞান : বিভিন্ন বিষয়ের আবিষ্কারক

১। রসায়ন বিজ্ঞানের ভিত প্রতিষ্ঠা করেন মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান ও ইবনে সিনা।

২। গ্রীক গণিতবিদ আর্কিমিডিস ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন।

৩। ভারতের বিখ্যাত দার্শনিক কণাদ পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম দেন এটম বা পরমাণু।

৪। গণিতের ক্যালকুলাস শাখার প্রবর্তন করেন স্যার আইজাক নিউটন।

বিভিন্ন তত্ত্বের আবিষ্কারক

১। ম্যাক্স প্লাঙ্ক বিকিরণ বিষয়ক কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক।

২। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের আবিষ্কারক।

৩। অর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্বের আবিষ্কারক।

৪। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের আবিষ্কারক।

৫। বীজগণিত ও ত্রিকোণমিতির জনক মুহাঃ ইবনে মুসা আল খোয়ারিজমী।

৬। জ্যামিতির জনক- ইউক্লিড। তিনি ১৩ খন্ডের "The Elements" বইটি রচনা করেন।

৭। 'O' সংখ্যাটির জনক- আর্য্যভট্ট।

৮। পাটীগণিতের জনক - আর্য্যভট্ট।

৯। রসায়ন বিজ্ঞানের জনক- মুসলিম বিজ্ঞানী জাবীর ইবনে হাইয়ান ও ইবনে সিনা।

 

১০। বাংলাদেশের বিজ্ঞানী ড. আবদুল্লাহ আল মুতী কলিঙ্গ পুরস্কার লাভ করেন।

১১। খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে গ্রীক দার্শনিক ডেমোক্রিটাস ধারণা দেন যে, পদার্থের অবিভাজ্য একক রয়েছে। তিনি এর নাম দেন এটম বা পরমাণূ। পরমাণু সম্পর্কে তার এ ধারণা বর্তমানার ধারনার চেয়ে তাৎপর্যপূর্ণ। এছাড়াও ভারতের বিখ্যাত দার্শনিক কনাদ পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম দেন এটম বা পরমাণু্। পরবর্তীতে উনবিংশ শবতাব্দীতে এ ধারণার পুনরুজ্জীবিত হয় বিজ্ঞানী ডালটনের মতবাদে।


বৈজ্ঞানিক আবিষ্কার

১। অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন লিউয়েন হুক, যুক্তরাষ্ট, ১৬৮৩ সালে।

২। উড়োজাহাজ আবিষ্কার করেন অরভিল রাইট ও উইলিয়াম রাইট, যুক্তরাষ্ট্র, ১৯০৩ সালে।

৩। এক্স-রে আবিষ্কার করেন রন্টজেন, জার্মানি, ১৮৯৫ সালে।

৪। আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন, যুক্তরাষ্ট্র, ১৯৩৯।

৫। চলচ্চিত্র আবিষ্কার করেন এডিসন, যুক্তরাষ্ট্র, ১৯১৯ সালে।

৬। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড, যুক্তরাষ্ট্র, ১৯২৬ সালে।

৭। টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহামবেল, যুক্তরাজ্য, ১৮৭৭ সালে।

৮। টেলিগ্রাম আবিষ্কার করেন এফ বি মোর্স, যুক্তরাষ্ট্র, ১৮৩২ সালে।

৯। টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও, ইতালি, ১৬১০ সালে।

১০। ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল, সুইডেন, ১৮৬২ সালে।

 

কতিপয় বিজ্ঞানী ও তাদের দেশ

আর্কিমিডিস - গ্রীস

অ্যারিস্টার্কাস - গ্রীস

থেলিস - গ্রীস

ডেমোক্রিটাস - গ্রীস

হাইগেন - জার্মানি

স্লেল - জার্মানি

মেঘনাদ সাহা - বাংলাদেশ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *