সাধারণ জ্ঞান : মাদাম কুরি কে
মাদাম মেরী কুরি পোল্যান্ডের একজন পদার্থবিদ এবং রসায়নশাস্ত্রবিদ। স্বামী বিজ্ঞানী পিয়েরে কুরীরর সাথে ১৮৯৮ সালে তিনি থেরিয়াম আবিষ্কার করেন এবং তেজষ্ক্রিয়তার আবিষ্কারক বিখ্যাত বিজ্ঞানী হেনরি বেকরেল এর সাথে যুগ্মভাবে নোবেল পুরস্কার লাভ করেন। পরবর্তীকালে ১৯১১ খ্রিস্টাব্দে মাদাম কুরি রেয়িাম, পলোনিয়াম এবং অ্যাকটিনিয়াম প্রভৃতি ভারী মৌলিক পদার্থের তেজষ্ক্রিয় গুণ আবিষ্কার করার জন্য একাকী নোবেল পুরস্কার লাভ করেন। বিজ্ঞানী হিসেবে তিনি প্রথম দুইবার নোবেল পুরস্কার পান। ১৯৩৪ সালের ৪ জুলাই লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে এই বিশ্ববরেণ্য বিজ্ঞানী মৃত্যুমুখে পতিত হন।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions