সাধারণ জ্ঞান : পিথাগোরাস কেন বিখ্যাত ছিলেন
বিজ্ঞানের ইতিহাসে পিথাগোরাস একটি স্মরণীয় নাম। তিনি বিজ্ঞান, ধর্ম, গণিত, সঙ্গীত, ভেষজবিজ্ঞান, বিশ্বতত্ত্ব, শরীর, মন ও আত্মা সব কিছুতেই গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি আগুন, পানি, মাটি ও বায়ু এই চারটি মৌলের ধারণা দিয়েছিলেন। বর্তমানে সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে তা তারের কম্পন বিষয়ক তাঁর অনুসন্ধানের আংশিক অবদান।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions