সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি বিষয়ক পার্ট-৫
১। একটি রাণী মৌমাছি কতবার ডিম পাড়ে?
উত্তর: ১০০০
২। প্রকৃতির লাঙল বলা হয় কাকে?
উত্তর: কেঁচো
৩। সমুদ্রের কোন অঞ্চলে পেট্রোলিয়াম সঞ্চিত থাকার পক্ষে উপযুক্ত?
উত্তর: প্রবাল অঞ্চল
৪। কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগ হতে পারে?
উত্তর: কুকুর, বিড়াল ও শিয়াল
৫। দ্রুততম বৃদ্ধিসম্পন্ন গাছ কোনটি?
উত্তর: ইপিল ইপিল
৬। বানরের কয়টি পা?
উত্তর: চারটি
৭। উদ্ভিদের খাদ্য তৈরি হয় কোথায়?
উত্তর: ফন্টানা
৮। ধান গাছের ক্রোমোজম সংখ্যা কত?
উত্তর: ২৪টি
৯। পুষ্পপত্রের বিন্যাস কত প্রকার?
উত্তর: তিন প্রকার
১০। অন্ধকারে অঙ্কুরিত হয় কোন পুষ্প?
উত্তর: গাদা
১১। নিম্নোক্ত কোনটি বহুরূপী মৌল?
উত্তর: কার্বন
১২। নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়?
উত্তর: লোহাকে চুম্বকে পরিণত করা
১৩। রক্তে প্রোটিনের হার কত?
উত্তর: ৫০%
১৪। E=MC2 কোন থিওরির একটি ফর্মূলা?
উত্তর: আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি
১৫। নরকঙ্কালে মোট অস্থির সংখ্যা কত?
উত্তর: ২০৬ খানা
১৬। মানুষের মস্তিষ্কের ওজন কত?
উত্তর: ১.৩৬ কেজি
১৭। সাধারণত ফলের অংশ কয়টি?
উত্তর: ৩টি
১৮। এনাটমির জনক কে?
উত্তর: ভেসালিয়াস
১৯। মানবদেহে প্রতিদিন কতটুকু পানির প্রয়োজন?
উত্তর: ৩ লিটার
২০। মানুষের স্পাইনল কডের দৈর্ঘ্য কত?
উত্তর: ১৮ ইঞ্চি
২১। হার্ট সাউন্ড কত ধরনের?
উত্তর: তিন ধরনের
২২। হৃদপিন্ডের প্রসারণকে কি বলে?
উত্তর: ডায়াস্টোপ
২৩। বরফ সাদা দেখার কারণ কি?
উত্তর: সবগুলো রঙ প্রতিফলন করে
২৪। পৃথিবী হতে চাদের দুরত্ব গড়ে মত মাইল?
উত্তর: প্রায় ২ লক্ষ ৩৯ হাজার মাইল
২৫। বাতাসে মিথেনের পরিমাণ কত?
উত্তর: ০.০০০০২%
২৬। পৃথিবী সূর্যের চারিদেকে কত মাইল গতিতে আবর্তন করছে?
উত্তর: ১৮.৭ মাইল প্রতি সেকেন্ডে
২৭। এসিড মাটি কেমন?
উত্তর: অনুর্বর
২৮। ইউরিয়া সারের নাইট্রোজেনের পরিমাণ কত?
উত্তর: ৪৪-৪৬ শতাংশ
২৯। পানির নির্দিষ্ট তাপ কত?
উত্তর: ৪.২ Jg-Ca-1
৩০। মধুপুরের শালবনের মাটির pH কত?
উত্তর: ৫-৬
৩১। সিলেটের পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয়?
উত্তর: উপরের মাটির স্তর ক্ষয় হয়
৩২। উপকারী পতঙ্গ কোনটি?
উত্তর: Silkworm
৩৩। মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে ধান গাছ কেমন দেখায়?
উত্তর: পাতা হলুদ দেখায়
৩৪। বংশগতির দুটি সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী?
উত্তর: মেন্ডেল
৩৫। বাতাসে কার্বন ডাই-অক্সাইড (CO2) এর পরিমাণ কত?
উত্তর: ০.০৩৫%
৩৬। Chlorofluoro Carbons (CFCs) কে আবিষ্কার করেন?
উত্তর: Thomas Midgley Jr.
৩৭। Plank's Constant এর মান কত?
উত্তর: ৬.৬৫×১০-২৭ erg sec

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions