সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি বিষয়ক পার্ট-৬
১। বৈদ্যুতিক জেনারেটর বলতে কি বুঝায়?
উত্তর: এটা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে
২। ভাইরাস আসলে কি?
উত্তর: প্রাণীদেহে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণীর মত আচরণ করে।
৩। ল্যাপটপ বলতে কি বুঝায়?
উত্তর: ছোট কম্পিউটার
৪। টুথপেস্টের প্রধান উপাদান কি?
উত্তর: সাবান ও পাউডার
৫। আলোর চেয়ে শব্দের গতিবেগ কেমন?
উত্তর: কম
৬। ভিটামিন সি এর অভাবে কি রোগ হ?
উত্তর: চর্মরোগ
৭। কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্চনীয় নয়?
উত্তর: চা
৮। ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে?
উত্তর: পেরিস্কোপ
৯। ডিনামাইট কে আবিষ্কার করেন?
উত্তর: আলফ্রেড নোবেল
১০। পারমানবিক বোমার আবিষ্কারক কে?
উত্তর: ওপেন হাইমার
১১। পৃথিবী সুর্যের চারদিকে কত মাইল বেগে ঘোরে?
উত্তর: ঘন্টায় ৬৭,০০০ মাইল বেগে
১২। নাইট্রোজেন গ্যাস থেকে কোনটি প্রস্তুত হয়?
উত্তর: ইউরিয়া
১৩। টেবিল টেনিস খেলায় বলের সুইংয়ের কারণ কি?
উত্তর: বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি।
১৪। ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে কিভাবে?
উত্তর: বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
১৫। নিমোক্তগুলোর কোনটি পারমানবিক চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: গ্রাফাইট
১৬। বহুরূপী মৌল কোনটি?
উত্তর: কার্বন
১৭। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
উত্তর: ড. আলদুল্লাহ আল মুতী
১৮। ভিটামিন সি এর অপর নাম কি?
উত্তর: এ্যাসকরবিক এসিড
১৯। আসল হীরা চেনার উপায় কি?
উত্তর: এর ভেতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না
২০। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উত্তর: মৃদু রঞ্জন রশ্মি
২১। দুটি ঘরের তাপমাত্রা সমান কিছু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে?
উত্তর: প্রথমটি
২২। কম্পিউটারের কোনটি নেই?
উত্তর: বুদ্ধি বিবেচনা
২৩। সাধারণ বৈদ্যুুতিক বালবের ভিতর কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তর: নাইট্রোজেন গ্যাস
২৪। কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?
উত্তর: শব্দের প্রতিধ্বনি
২৫। পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে?
উত্তর: ইকোলজি
২৬। কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায়?
উত্তর: পানি
২৭। প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে?
উত্তর: ইভোলিউশন
২৮। মঙ্গলে প্রেরিত নভোযানের নাম কি?
উত্তর: ভাইকিং
২৯। স্পুটনিক-১ কখন ভূ-উপগ্রহ কক্ষপথে সাফল্যজনকভাবে নিক্ষেপ করা হয়?
উত্তর: ১৯৫৭ সালে
৩০। পারমাণবিক বোমার উদ্ভাবক কে?
উত্তর: ওপেন হাইমার
৩১। পলিগ্রাফ বা মিথ্যা ধরার জন্য আবিষ্কার করেন কে?
উত্তর: জন এ লারসন
৩২। কোন প্রাণী জীবনে একবারও পানি পান করে না?
উত্তর: ক্যাঙ্গারু র্যাট
৩৩। কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
উত্তর: মেরু অঞ্চলে
৩৪। লোহার গ্যালভানাইজিং বলতে বুঝায় কি?
উত্তর: লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের প্রলেপ দেয়া
৩৫। লা নিনা কো ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায়?
উত্তর: স্পেনীয়; দুরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা
৩৬। যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম হলো:
উত্তর: ট্রান্সফরমার
৩৭। কোন ঔষধটি বর্তমানে এইডস রোগীদের জন্য ব্যবহার করা হয়?
উত্তর:এজিডোতাইমেডিন
৩৮। যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের কি বলা হয়?
উত্তর: প্যাথজেনিক
৩৯। ডুমুরের পুংরেনুর সাথে স্ত্রী রেনুর সংযোগ স্থাপনের মাধ্যম কি?
উত্তর: কাল পিপড়া
৪০। সম্প্রতি সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লী তৈরি করা হয়েছে কোন দেশে?
উত্তর: যুক্তরাষ্ট্রে
৪১। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল কোনটি?
উত্তর: আম
৪২। গ্যাস মাস্কের প্রধান উপাদান কি?
উত্তর: ফসফরাস পেন্টাক্সাইড
৪৩। লেপ্রোসি বা কুষ্ঠরোগ কি?
উত্তর: ব্যাকটেরিয়াজনিত রোগ
৪৪। কোন ভিটামিনের অভাবে রক্তশূণ্যতা দেখা দেয়?
উত্তর: ভিটামিন বি১২
৪৫। জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
উত্তর: রাইবোজোম
৪৬। প্রিয়জমের মধ্য দিয়ে সূর্যালোক গেলে যে বর্ণালীরূপ দৃষ্ট হয় এর পশ্চাতে যে প্রতিভাস তা হলো আলোর-
উত্তর: বিচ্ছুরণ
৪৭। দৃশ্যমান আলোর মধ্যে কোন রং এর আলোরর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
উত্তর: বেগুনী
৪৮। ঢালাই লোহার পাইপ জোড়া দেয়ার জন্য কোন ধরনের সিমেন্ট ব্যবহার করা হয়?
উত্তর: ফিউরেন

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions