সাধারণ জ্ঞান : চাকরির প্রস্তুতি বিষয়ক পার্ট-৭
১। ডাইনোসরদের বংশ নিধন হবার পেছনে সম্ভাব্য মতবাদ কি?
উত্তর: বরফ যুগ বা হিমায়িতকরণ
২। মানবদেহে অত্যবশ্যকীয় এমাইনা এসিড কোনটি?
উত্তর: ফিনাইল এলানিন
৩। কোন প্রাণীর তিনটি হৃদপিন্ড আছে?
উত্তর: কাটলফিস
৪। পলিথিন পোড়ালে এর উপকরণ পলিথিনাইল ক্লোরাইড পুড়ে উৎপন্ন হয় কি?
উত্তর: হাইড্রোজেন সায়ানাইড ও ডাই-অক্সিন
৫। শব্দোত্তর তরঙ্গ উৎপত্তি হয় কার মাধ্যমে?
উত্তর: কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর
৬। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি?
উত্তর: বায়ুমন্ডলীয় প্রতিসরণ
৭। কোনটি ভাইরাসজনিত রোগ?
উত্তর: বসন্ত
৮। নিম্নের কোনটি ভাইরাসরোধী ঔষধ?
উত্তর: ভ্যাকসিন
৯। স্টেইনলেস স্টীল তৈরিতে লোহার সাথে মিশানো হয় কি?
উত্তর: নিকেল ও ক্লোমিয়াম
১০। দ্রুততম গ্রহ কোনটি?
উত্তর: বুধ
১১। মেুরুতে দিবসের সংখ্যা একটানা কতদিন?
উত্তর: ১৪৭
১২। এভিকালচার বলতে কি বুঝায়?
উত্তর: পাখিপালন সংক্রান্ত বিষয়াদি
১৩। বহুরূপী মৌল কোনটি?
উত্তর: কার্বন
১৪। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর: শুক্র
১৫। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ কি?
উত্তর: সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়ন
১৬। কোন পশু শব্দ করতে পারে না?
উত্তর: জিরাফ
১৭। লাল আলোতে নীল রংয়ের ফুল কেমন দেখায়?
উত্তর: কালো
১৮। আকাশ নীল দেখায় কেন?
উত্তর: নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
১৯। স্নেহ পদার্থ নিম্নের কোনটিতে দ্রবণীয়?
উত্তর: তেল
২০। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরূপ?
উত্তর: ৪:১:১
২১। বৈদ্যুতিক পাথা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়?
উত্তর: একই হয়
২২। ইলেকট্রোপ্লেটিং কাকে বলে?
উত্তর: তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেয়া
২৩। সিলিকনের পারমানবিক সংখ্যা কত?
উত্তর: ১৪
২৪। বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি কে?
উত্তর: লুইস ব্রাউন- ইংল্যান্ড
২৫। নিমোক্ত কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর: শুটকী মাছ
২৬। সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই?
উত্তর: ভিটামিন ডি
২৭। টু এভরি একশন দেয়ার ইজ অ্যান ইকুয়্যাল এন্ড অপজিট রিয়্যাকশন- এ সূত্রটি কার?
উত্তর: নিউটন
২৮। রংধনুতে কয়টি রং?
উত্তর: ৭টি
২৯। মাছের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর: এ
৩০। কোন সনে প্রথম নভোযান আকাশে পাঠানো হয়?
উত্তর: ১৯৫৭
৩১। পানি কোন দুটোর সংমিশ্রণে একটি একটি কম্পাউন্ড?
উত্তর: অক্সিজেন ও হাইড্রোজেন
৩২। Y2K তে K মানে-
উত্তর: হাজার
৩৩। উপমহাদেশের বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর: সি ভি রমন
৩৪। Longest Day কোনটি?
উত্তর: ২৩ জুন
৩৫। টেলিফোন আবিষ্কার করেন কে?
উত্তর: গ্রাহাম বেল
৩৬। প্রথম এটম বোমা কবে ফাটানো হয়?
উত্তর: ১৯৪৫ সালে
৩৭। আর্কিমিডিসের জন্মস্থান কোথায়?
উত্তর: সিসিলি, ইতালি
৩৮। প্রকৃতিতে মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
উত্তর: ৯২টি
৩৯। আলবার্ট আইনস্টাইনের প্রধান অবদান কি?
উত্তর: থিওরি অব রিলেটিভিটি

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions