সাধারণ জ্ঞান : স্টিফেন হকিং এর আবিষ্কার
স্টিফেন হকিং (জন্ম: ৮ জানুয়ারি, ১৯৪২) একজন বৃটিশ তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী ও লেখক। সাধারণ আপেক্ষিকতার অবকাঠামোর আওতায় অভিকর্ষজ অনন্যতা। (Gravitational Singularity) সূত্রসমূহ এবং ব্ল্যাকহোল থেকে আলো নিঃসরিত হয় এই তাত্ত্বিক ভবিষ্যদ্বাবাণীর উপর তিনি কাজ করেছেন। এই আলোক রশ্মি গুলোকে প্রায়ই হকিং এর আলোক-রশ্মি বলা হয়। তিনি রয়াল সোসাইটি অব আর্টস এর একজন ফেলো, বিজ্ঞান বিষয়ক Pontifical একাডেমির আজীবন সদস্য, এবং প্রেসিন্সিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কারে ভূষিত। তিনি ১৯৭৯ এবং ২০০৯ সালের মাঝামাঝি সময়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিষয়ে Lucasian প্রফেসর ছিলেন। পরবর্তী তিনি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর থিওরেটিক্যাল কসমোলজি’র গবেষণা পরিচালক ছিলেন।
জনপ্রিয় বিজ্ঞানের কর্মকান্ডে হকিংস সাফল্য অর্জন করেছেন। তাঁর কালের সংক্ষিপ্ত ইতিহাস (A Brief History of Time) সর্বাধিক জনপ্রিয় বই। হকিংস মটর নিউরন রোগের ভুগে মারা যান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions