সাধারণ জ্ঞান : ভরবেগের সংরক্ষণ সূত্র
একাধিক বস্তুতে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোন বল ক্রিয়া না করলে যে কোন নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোন পরিবর্তন হয় না। ভরবেগ = ভর × বেগ। কাজেই বস্তুর বেগ দ্বিগুণ হলে ভরবেগে দ্বিগুণ হবে।
একটি হালকা ও একটি ভারি বস্তুর ভরবেগ সমান। ভরবেগ সমান হওয়ায় ভর কম হলে বেগ বেশি হবে এবং ভর বেশি হলে বেগ কম হবে। হালকা ও ভারী একই উচ্চতা থেকে নিচের দিকে পড়তে থাকলে হালকা ভর কম হওয়ায় গতিশক্তি বেশি হবে। অন্য দিকে ভারী বস্তুর ভর বেশি হওয়ায় গতিশক্তি কম হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions