সাধারণ জ্ঞান : কৃত্রিম উপগ্রহ কাকে বলে
সৌরজগতের গ্রহ-উপগ্রহগুলোর আবর্তকালে গ্রহ কেন্দ্রমুখী বল দ্বারা উপগ্রহটিকে তার দিকে আকর্ষিত করে, অন্যদিকে উপগ্রহ কেন্দ্রবিমুখী বল ক্রিয়া করে ফলে উপগ্রহটি তার নিজ কক্ষপথে ঘরতে থাকে। এ তত্ত্বের উপর ভিত্তি করে মানুষ মহাশূণ্যে পাড়ি দেওয়ার জন্য যে উপগ্রহ তৈরি করেছে তার নাম কৃত্রিম উপগ্রহ।
ব্যবহার
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions