Home » » এসিড কাকে বলে

এসিড কাকে বলে

এসিড কাকে বলে

যদি কোন যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হাইড্রোজেন আয়ন দেয় ফলে তা লাল লিটমাসকে নীল করে তবে ঐ যৌগকে এসিড বলে। 

সবল এসিড: কোন যৌগ জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলে সেটি শক্তিশালী এসিড। যেমন: নাইট্রিক এসিড।

দুর্বল এসিড:  কোন যৌগ জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলে সেটি দুর্বল এসিড। সাইট্রিক এসিড, ফরমিক এসিড দুর্বল এসিড।

ক্ষারক: কোন ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ যা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে।

লবণ: এসিডেরে অণুতে প্রস্থিাপনীয় হাইড্রোজেন ক্ষারের সাথে বিক্রিয়ায় যে পদার্থ উৎপন্ন করে তাই লবণ। খাবার লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। তুতে বা ফিটকিরি একটি লবণ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *