বনসাই কি
যে কোন এক বৃক্ষ প্রজাতিকে খাটো বামনাকৃতি করে ছোট মাটির পাত্রে বহুবর্ষ ধরে জন্মানোর পদ্ধতিই বনসাই নামে পরিচিত। বনসাই উদ্যানতত্ত্বের একটি অপ্রচলিত শাখা যা প্রাচ্যের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারার সাথে বহুশতাব্দী দরে প্রচলিত। প্রাচীন চীনে বনসাইয়ের উদ্ভব বলে ধারণা করা হলেও প্রাচ্যের মধ্যে জাপানে বনসাই ঐতিহ্যের প্রসার ঘটেছে সর্বাধিক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions