Home » » আকীকা করার নিয়ম বা মাসআলা

আকীকা করার নিয়ম বা মাসআলা

আকীকা করার নিয়ম বা মাসআলা

* আকীকা করা সুন্নাত ।

* ছেলে বা মেয়ে জন্মের পর সপ্তম দিবসে আকীকা করা মোস্তাহাব। সপ্তম দিবসে না করতে পারলে যখনই করুক না কেন যে বারে সন্তান জন্ম নিয়েছে তার আগের দিন করবে। যেমন শনিবার সন্তান হয়ে থাকলে শুক্রবার আকীকা করবে, তাহলেও এক রকম সপ্তম দিবসে আকীকা করা হবে; এটাই উত্তম। এ ছাড়াও যে কোন দিন ইচ্ছা আকীকা করা যায় ।

* সন্তান বালেগ হওয়ার পরও আকীকা করা দুরস্ত আছে, তবে মৃত্যুর পর। আকীকা নেই।

* আকীকা করা দ্বারা সন্তানের বালা-মুসীবত দূর হয় এবং সন্তান যাবতীয় বিপদ-আপদ থেকে নিরাপদ থাকে।

* ছেলে হলে আকীকায় দুইটি বকরী বা ভেড়া উত্তম, আর মেয়ে হলে একটি বকরী বা ভেড়া। কিংবা কুরবানীর গরু ইত্যাদি বড় পশুর মধ্যে ছেলের জন্য দুই অংশ নেয়া উত্তম আর মেয়ের জন্য এক অংশ। ছেলের পক্ষ থেকে একটি বকরী বা কুরবানীর এক অংশ দ্বারা আকীকা করলেও চলবে। আর আকীকা না করলেও কোন দোষ নেই। তবে আকীকা করা সুন্নাত।

* যে জন্তু দ্বারা কুরবানী দুরস্ত তার দ্বারাই আকীকা দুরস্ত।

* সন্তানের মাথা মুণ্ডানোর জন্য মাথায় খুর/ব্লেড রাখার সাথে সাথে । আকীকার পশু জবেহ করতে হবে- এরূপ ধারণা ভুল এবং এটা বেহুদা রছম ।।

* আকীকার প্রাণী জবেহ করার সময় (জবেহ করার পূর্বে) এই দুআ । পড়বে :

(অর্থাৎ, হে আল্লাহ! এই আকীকা অমুকের সন্তান অমুকের, তুমি তা । কবুল কর।) প্রথম অমুক  শব্দের স্থলে বাবার নাম আর দ্বিতীয় অমুক শব্দের স্থলে সন্তানের নাম বলবে।

* আকীকার গোশত মাতা, পিতা, দাদা, দাদী, নানা, নানী সহ সকলেই ভক্ষণ করতে পারে।

* আকীকার গোশত কাঁচা ভাগ করে দেয়া বা রান্না করে ভাগ করে দেয়া বা দাওয়াত করে খাওয়ানো সবই দুরস্ত আছে।

* কোন কোন ফকীহ বলেছেন আকীকার পশুর চামড়া বিক্রি করলে তার মূল্য দান করেই দেয়া উচিত । যদিও এ ব্যাপারে কুরবানীর চামড়ার অর্থের ন্যায় অত কড়াকড়ি নেই !

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *