অরোরা বোরিয়ালিস কাকে বলে
অরোরা বোরিয়ালিস (aurora borealis): উত্তর গোলার্ধ, বিশেষ করে মেরুবৃত্তের ভেতরকার অঞ্চলে দীর্ঘ রাতের আকাশে দেখা দেয় এক রকম আলোকছটা। এটি অরোরা বোরিয়ালিস, উত্তরা আলো' অথবা মেরুজ্যোতি' নামে পরিচিত। এতে আকাশ-জোড়া নানা রঙের আলোর খেলা হঠাৎ-হঠাৎ ছটা দিয়ে যায়। কখনো বহু রেখা, কখনো বহু ফিতার সমন্বয়ে এটি যেন আকাশে আঁকাবাঁকা নিত্যকার নকশিকাঁথার পর্দা রচনা করে। মেরুবৃত্তের ভেতরে নিত্যকার ঘটনা হলেও এর বাইরে অনেক কম অক্ষাংশেও এটি মাঝে মাঝে দেখা গেছে। দক্ষিণ গোলার্ধে অনুরূপ আলোকে বলা হয় অরোরা অস্ট্রালিস (aurora australis)। রোমান উপকথায় অরোরা হচ্ছেন ভোরের দেবতা। | ধারণা করা হয়, মহাশূন্য থেকে বৈদ্যুতিক চার্জসম্পন্ন যেসব অসংখ্য কণিকা নিত্য বর্ষিত হয়, তাদের সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলের কণিকার সংঘর্ষের ফলেই অরোরা সৃষ্টি হয়। টিউব লাইটের মধ্যে যেভাবে আলো উৎপাদিত হয় প্রক্রিয়াটি অনেকটা সে রকম। চার্জসম্পন্ন কণিকাগুলোর উপর পৃথিবীর | চৌম্বক ক্ষেত্রের প্রভাবে দুই মেরুর কাছেই এটি বেশি দেখা যায় সৌর কলঙ্কের পর্যায়ক্রমিক উথলানোর সঙ্গে অরোরা বৃদ্ধির একটি সম্পর্ক লক্ষ করা গেছে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions