বাস্তুবিদ্যায় নক্সা কি?
বাস্তুবিদ্যায়
নক্সা: বাস্তুকারেরা কথার চেয়ে ছবি এঁকেই বেশী মনের ভাব প্রকাশ করেন। এইসব
নক্সায় কি বলা হলো তা বুঝবার জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন পড়ে। সাংকেতিক
চিহ্নের মূল সূত্রগুলি সর্বপ্রথমেই ঠিকমতো জেনে নিতে হবে। কি ক’রে এই ধরনের
নক্সা আঁকতে হয় তা জনাবেন ‘বাস্তুকার’ (ইঞ্জিনিয়ার) এবং ‘নক্সনবিশ’
(ড্রাফটম্যান)। আমাদের কাজ হবে এই নক্সাগুলি ঠিকমতো পড়তে পারা-অর্থাৎ
নক্সায় যে নির্দেশ দেয়া হয়েছে তা বুঝতে পারা। তাই বাস্তুবিদ্যা বিষয়ে কোনও
আলোচনার প্রথম পর্যায় হ’ল নক্সা পড়ার শিক্ষা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions