রোজার নিয়ত
রোজার নিয়ত করার মাসায়েল:
* রমযানের রোযার জন্য নিয়ত করা ফরয। নিয়ত ব্যতীত সারাদিন পানাহার ও যৌনতৃপ্তি থেকে বিরত থাকলেও রোযা হবে না।
* মুখে নিয়ত করা জরূরী নয়। অন্তরে নিয়ত করলেই যথেষ্ট হবে, তবে মুখে নিয়ত করা উত্তম।
* মুখে নিয়ত করলেও আরবীতে হওয়া জরুরী নয়- যে কোন ভাষায় নিয়ত করা যায়। নিয়ত এভাবে করা যায়: আমি আজ রোযা রাখার নিয়ত করলাম ।
* সূর্য ঢালার দেড় ঘন্টা পূর্ব পর্যন্ত রমযানের রোযার নিয়ত করা দুরস্ত। আছে, তবে রাতেই নিয়ত করে নেয়া উত্তম।
* রমযান মাসে অন্য যে কোন প্রকার রোযা বা কাযা রোযার নিয়ত করলেও এই রমযানের রোযা আদায় হবে- অন্য যে রোযার নিয়ত করবে সেটা আদায় হবে না।
* রাতে নিয়ত করার পরও সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত পানাহার ও যৌনকর্ম জায়েয। নিয়ত করার সাথে সাথেই রোযা শুরু হয়না, বরং রোযা শুরু হয় সুবহে সাদেক থেকে। অর্থাৎ সেহরির সময় শেষ হওয়ার পর থেকে রোযা শুরু হয়- একেবারে ইফতার পর্যন্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions