রোযা কাকে বলে
* ইসলাম ধর্মের অনুসারি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আরবী ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র রমযান মাসে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে ইচ্ছাকৃতভাবে পনি, আহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকাকে রোযা বলা হয়। প্রত্যেক আকেল (বোধ সম্পন্ন), বালেগ (বয়সপ্রাপ্ত) ও সুস্থ্য নর-নারীর উপর রমযানের রোযা রাখা ফরয।
* ছেলে মেয়ে দশ বৎসরের হয়ে গেলে তাদের দ্বারা (শাস্তি দিয়ে হলেও)। রোযা রাখানো কর্তব্য। নির্দিষ্ট বয়সের পূর্বে যদি কারো শক্তি-সামর্থ্য হয় তাহলে সে রোযা রাখার অভ্যাস করতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions