অ্যাসিটিলিন কি
অ্যাসিটাইলিন (acetylene): অ্যাসিটাইলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন (CH=CH), ইথিলিনের চেয়েও বেশি অসম্পৃক্ত যার দু’টি কার্বন পরমাণুর মধ্যে রয়েছে একটি ত্রিবন্ধন, যাকে অ্যালকাইন শ্রেণিভুক্ত করা হয় আর এই অ্যালকাইন শ্রেণির প্রথম যৌগটির নাম হল অ্যাসিটাইলিন। আণবিক সঙ্কেত CH। প্রকৃতিতে মুক্ত অবস্থায় অ্যাসিটাইলিন পাওয়া যায় না। কোল গ্যাসে সামান্য পরিমাণ অ্যাসিটাইলিন থাকে। কয়লা ও পেট্রোলিয়াম খনিতে অন্যান্য গ্যাসের সঙ্গে এই গ্যাসটিও বের হয়ে আসে।
সাধারণ উষ্ণ পানির সঙ্গে ক্যালসিয়াম কার্বাইডের বিক্রিয়ার ফলে অ্যাসিটাইলিন উৎপন্ন হয় । একটি শক্ত কাচের নলে দু’টি গ্যাস-কার্বন তড়িৎদ্বারের মধ্যে বিদ্যুৎ-স্ফুলিঙ্গ সৃষ্টি করে সঙ্গে সঙ্গে তার মধ্যে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালিত করলে তড়িৎদ্বারের কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যাসিটাইলিন তৈরি হয়।
অ্যাসিটাইলিন মিষ্টি গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস। এটি ০° সে, তাপে ও সাধারণ চাপে সমপরিমাণ আয়তনের পানিতে দ্রবীভূত হয়। তবে অ্যাসিটোনে এটি আরো বেশি পরিমাণে দ্রবীভূত হয়। চাপ প্রয়োগ করে এ গ্যাসটিকে অতি সহজেই তরল করা যায় । কিন্তু তরল অবস্থায় ঝাকুনিতে এটি সহজেই বিস্ফোরিত হয় বলে স্থানান্তরে পাঠানোর জন্য অ্যাসিটাইলিনকে অ্যাসিটোনে দ্রবীভূত করার পর উচ্চচাপে সিলিন্ডারে ভরা হয় । অক্সিঅ্যাসিটাইলিন টর্চে অক্সিজেনের সঙ্গে অ্যাসিটাইলিন গ্যাস মিশিয়ে জ্বালালে অতি উচ্চতাপসম্পন্ন যে অক্সিঅ্যাসিটাইলিন-শিখা (প্রায় ৩০০০° সে. তাপমাত্রা) পাওয়া যায়, যা দিয়ে ধাতুর পাত কাটা কিংবা জোড়া | দেওয়ার কাজ অতি সহজেই সুসম্পন্ন করা যায় । অ্যাসিটাইলিন খুবই সক্রিয় একটি গ্যাস বলে এর সহায়তায় নানা রাসায়নিক দ্রব্য ব্যাপকভাবে তৈরি করা যেতে পারে। যেমন, পানির সঙ্গে প্রভাবকের উপস্থিতিতে তৈরি হয় অ্যাসিট্যালডিহাইড, যাকে জারিত করে পাওয়া যেতে পারে অ্যাসিটিক অ্যাসিড । অ্যাসিটাইলিনের সাহায্যে ভিনাইল জাতীয় প্লাস্টিক তৈরি করা যেতে পারে, যাদের মধ্যে বিশেষভাবে নাম করা যেতে পারে পলিভিনাইল ক্লোরাইডের (Pv.C.)। এমনি বহু জাতের মূল্যবান রাসায়নিক দ্রব্য অ্যাসিটাইলিনের মাধ্যমে পাওয়া সম্ভব, গ্যাসটির অধিক মাত্রায় সক্রিয় হওয়ার কারণে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions