আকুপাংচার
আকুপাংচার (acupuncture): ব্যথা ও রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত চীনদেশীয় প্রাচীন বিশেষ এক ধরনের চিকিৎসাপদ্ধতির নাম হলো আকুপাংচার। এ পদ্ধতিতে শরীরের বিভিন্ন জায়গায় সরু, লম্বা সুঁই ফুটিয়ে চিকিৎসা করা হয়। বিজ্ঞানীদের মতে আকুপাংচারের ফলে মস্তিষ্ক থেকে এন্ডোরফিন’ (endorphin) নামক রাসায়নিক উপাদানের নিঃসরণ বৃদ্ধি পায় বলে ব্যথার উপশম ঘটে। চীনা দার্শনিকদের মতে, শরীরে প্রাকৃতিক উপাদানের ভারসাম্যহীনতার ফলে রোগ ও ব্যথা সৃষ্টি হয়। আকুপাংচার এই প্রাকৃতিক ভারসাম্য নিয়ন্ত্রণে রাখে। অধিকাংশ চীনদেশীয়ের ধারণা শরীরে মোট বারোটি মধ্যরেখা (meridian) দিয়ে জীবনীশক্তি প্রবাহিত হয়। এই মধ্যরেখাস্থিত বিভিন্ন বিন্দুতে আকুপাংচারের সুঁই ফুটিয়ে রোগ সারানো সম্ভব। ব্যথানিরাময়সহ অস্থিসন্ধিপ্রদাহ, মিগ্রেন | (migraine) নামক তীব্র আধকপালে মাথাধরা, দৃষ্টিক্ষীণতা, হাঁপানি, ক্ষত এবং কোনো কোনো মানসিক অসুস্থতা সারানোর জন্য আকুপাংচার ব্যবহৃত হয়ে আসছে। বড় ধরনের অস্ত্রোপচারের আগে রোগীর চেতনানাশের জন্য চীনা চিকিৎসকেরা ১৯৬০ সাল থেকে আকুপাংচার পদ্ধতি ব্যবহার করছেন। দূরপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশে আকুপাংচার প্রচলিত রয়েছে। আমেরিকা এবং বিভিন্ন ইউরোপীয় দেশেও বর্তমানে আকুপাংচার চিকিৎসার প্রচলন শুরু হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions