এমপ্লিফায়ার কি?
অ্যামপ্লিফায়ার (amplifier): অ্যামপ্লিফায়ার হল একটি ডিভাইস বা সার্কিট (বর্তনী), যা কোনো সঙ্কেত গ্রহণ করে, কোনোরূপ পরিবর্তন না করে একে বর্ধিত বা জোরানো করে এবং পুনরায় ত্যাগ বা প্রদান করে। অর্থাৎ অ্যামপ্লিফায়ারের | অন্তর্গামী প্রান্তে বা প্রবেশপ্রান্তে যে সঙ্কেত প্রদান করা হয়, বহির্গামী প্রান্তে তা অপরিবর্তিত অথচ বর্ধিতরূপে ফিরে পাওয়া যায়। যেমন- অন্তর্গামী প্রান্তে যদি এ.সি. ভোল্টেজ দেওয়া হয়, তাহলে বহির্গামী প্রান্তেও বর্ধিতরূপে এ.সি. ভোল্টেজ পাওয়া যাবে ।
অ্যামপ্লিফায়ার বলতে সেই যন্ত্র বুঝায়, যা দিয়ে সাধারণত কোনো ইলেকট্রনিক সঙ্কেতকে বিবর্ধন করা হয়। এটি রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার, রেকর্ড প্লেয়ার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতিতে শব্দকে জোরালো করার কাজে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক অ্যামপ্লিফায়ার মূলত ইলেকট্রন টিউব অথবা অর্ধপরিবাহী | ডিভাইসের উপর ভিত্তি করে তৈরি হয়। সবচেয়ে সরল যে ইলেকট্রন টিউবটি অ্যামপ্লিফায়ার হিসাবে ব্যবহৃত হয় সেটি হল ট্রায়োড (triode)। বর্তমানে অত্যাধুনিক যন্ত্রপাতিতে ইলেকট্রন টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের মতো অর্ধপরিবাহী সার্কিট উপাদান ব্যবহার করা হচ্ছে । | একটি ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারে ট্রানজিস্টর কারেন্ট বা ভোল্টেজের উৎস হিসাবে কাজ করে । অ্যামপ্লিফায়ারে প্রাপ্ত সঙ্কেতের (কারেন্ট বা ভোল্টেজ) বর্ধন প্রযুক্ত সঙ্কেতের অনুপাতকে অ্যামপ্লিফায়ারের লাভ বা গেইন (gain) বলে । এই লাভ বা গেইন সব সময় ১-এর বেশি হয় । ফ্রিকুয়েন্সি বা স্পন্দনহারের পরিসরের উপর ভিত্তি করে অ্যামপ্লিফায়ারকে অডিও ফ্রিকুয়েন্সি অ্যামপ্লিফায়ার, ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি অ্যামপ্লিফায়ার, রেডিও ফ্রিকুয়েন্সি অ্যামপ্লিফায়ার ইত্যাদি শ্রেণিতে ভাগ করা যায়। অ্যামপ্লিফায়ারকে ধাপে ধাপে সংযুক্ত করে শব্দ বা সঙ্কেতের বিবর্ধনকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জোরানো করা যায়। এখানে এক ধাপে প্রাপ্ত সঙ্কেত পরবর্তী ধাপে প্রযুক্ত সঙ্কেত হিসাবে ব্যবহার করা হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions