এমিটার কাকে বলে?
অ্যামিটার (ammeter): তড়িৎপ্রবাহ পরিমাপের যন্ত্রকে বলা হয় অ্যামিটার । অ্যাম্পেয়ার মিটার (ampere meter)-এর সংক্ষিপ্ত রূপ। হচ্ছে অ্যামিটার। এই যন্ত্রে অ্যাম্পেয়ার এককে তড়িৎপ্রবাহ পরিমাপ করা হয় । অত্যন্ত নিম তড়িৎপ্রবাহ মাপা হয় মিলিঅ্যাম্পেয়ার ও মাইক্রোঅ্যাম্পেয়ার এককে। মিলিঅ্যামিটার মিলিঅ্যাম্পেয়ার এককে তড়িৎপ্রবাহ পরিমাপ করে। মাইক্রোঅ্যামিটার মাইক্রোঅ্যাম্পেয়ার এককে তড়িৎপ্রবাহ পরিমাপ করে। এক হাজার মিলিঅ্যাম্পেয়ারে হয় এক অ্যাম্পেয়ার এবং এক হাজার মাইক্রোঅ্যাম্পেয়ারে হয় এক মিলিঅ্যাম্পেয়ার । সুতরাং দশ লক্ষ মাইক্রোঅ্যাম্পেয়ারে হয় এক অ্যাম্পেয়ার । অ্যামিটারকে বর্তনীতে অনুক্রমবা। সিরিজ সংযোগে যুক্ত করতে হয়। অ্যামিটারকে অনুক্রম সংযোগে যুক্ত করতে হয় বলে এর নিম্নরোধ থাকতে হয়। অ্যামিটার চলকুণ্ডলী (moving coil) ও চললৌহ (moving iron) ধরনের হতে পারে । তড়িৎপ্রবাহের পাল্লা বৃদ্ধির জন্য চলকুণ্ডলী অ্যামিটারকে শান্ট রোধসহ ব্যবহার করতে হয়। পরিবর্তীত প্রবাহের জন্য রেক্টিফায়ারের ব্যবহার দরকার হয় । চললৌহ অ্যামিটার এ.সি, ও ডি.সি, উভয় ধরনের প্রবাহের জন্য ব্যবহার করা যায়।
উত্তপ্ততার যন্ত্র (অ্যামিটার)-এর সাহায্যে উচ্চ ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক মাপা হয়। এ.সি, ও ডি.সি, বিদ্যুৎপ্রবাহ পরিমাপের জন্য থার্মোঅ্যামিটারও ব্যবহার করা যায়। এখানে তড়িৎকে একটি রোধক (resistor) দিয়ে প্রবাহিত করা হয় । তড়িৎপ্রবাহ রোধককে উত্তপ্ত করে । রেক্টিফায়ারের সঙ্গে সংযুক্ত করে চলকুণ্ডলী অ্যামিটারকে খুব বেশি সংবেদী করা যায়। এরা তখন এ.সি. ও ডি.সি. উভয় ধরনের তড়িৎপ্রবাহ এবং সেসবের সামান্য পরিবর্তনও পরিমাপ করতে সক্ষম হয়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions