এম্পিয়ার কি?
অ্যাম্পেয়ার (ampere): আন্তর্জাতিক পদ্ধতিতে বিদ্যুৎপ্রবাহের একক । সঙ্কেত A। দু'টি অসীম দৈর্ঘ্যবিশিষ্ট অত্যন্ত পাতলা ও সোজাসুজি সমান্তরাল পরিবাহীর মধ্যে প্রবাহিত অবিচল বিদ্যুৎপ্রবাহের পরিমাণ, যখন পরিবাহী দু’টি একটি অপরটি থেকে এক মিটার দূরত্বে শূন্যস্থানে রাখা থাকে | এবং পরিবাহীদ্বয়ের মধ্যে এর ফলে ২x১০৭ নিউটন বল সৃষ্টি হয় । এই এককের নামকরণ করা হয়েছে অঁদ্রে মারি অঁপ্যার (André Marie Amperé ১৭৭৫-১৮৩৬) নামে একজন ফরাসি বিজ্ঞানীর নামানুসারে ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions