এনজিওগ্রাম কি?
অ্যানজিওগ্রাম (angiogram): কথাটির অর্থ ধমনির এক্স-রেচিত্র। ধমনির অভ্যন্তরস্থ প্রাচীরগাত্রে চর্বিজাতীয় পদার্থ জমা হলে ধমনির ভেতরের আয়তন কমে যায়, এবং ওই সব ধমনির মধ্য দিয়ে রক্ত সরবরাহ হ্রাস পায়। এর ফলে সংশ্লিষ্ট অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ধমনির এ ধরনের অবস্থা বা তার জন্মগত ত্রুটি অ্যানজিওগ্রামের সাহায্যে জানা যায়। করোনারি ধমনির অবস্থা জানার জন্য করোনারি অ্যানজিওগ্রাম করা হয়। এ জন্য কার্ডিয়াকে ক্যাথিটার নামে এক রকম সরু প্লাস্টিকের নলের সাহায্যে ধমনির মধ্যে এক বিশেষ ধরনের তরল রঞ্জক পদার্থ ঢুকিয়ে দেওয়া হয়। পরে এক্স-রে দেখে ধমনির অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় চিকিৎসার জন্য বেলুন অ্যানজিওপ্লাস্টি করা হবে, নাকি বাই-পাস অপারেশন করা হবে । কিডনির ধমনির অবস্থা জানার জন্যও অ্যানজিওগ্রাম করা হয়। বস্তুত যে কোনো ধমনির অবস্থা জানার জন্য অ্যানজিওগ্রাম করা। যেতে পারে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions