এন্টিজেন কি?
অ্যান্টিজেন (antigen): আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার একটি মূল উপাদান অ্যান্টিবডি (প্রতিরক্ষকতা)। এগুলো দেহে আপনা থেকে তৈরি হয় না। এমন কিছু পদার্থ আছে, যা শরীরে প্রবেশ করলে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা উদ্দীপ্ত হয়ে অ্যান্টিবডি তৈরি করে। এই উদ্দীপক পদার্থগুলোকেই বলা হয় অ্যান্টিজেন। গ্রিক ভাষায় অ্যান্টি (anti) কথাটির অর্থ বিরুদ্ধে। আর জেনান | (genan) অর্থ তৈরি করা। এখান থেকেই এসেছে। | অ্যান্টিজেন নামটি।
অ্যান্টিবডি তৈরি হলে অ্যান্টিজেনগুলো তার সঙ্গে ক্রিয়া করে। শরীরে অ্যান্টিবডির উপস্থিতি রোগ প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি। অ্যান্টিজেন বলতে যেমন সব ধরনের অণুজীবকে বোঝায়, তেমনি জৈব বিষাক্ত পদার্থ বা টক্সিনকেও বোঝায়, যারা অ্যান্টিবডি তৈরি করে। অর্থাৎ রোগের হাত থেকে রক্ষা পেতে আমরা যে টিকা নেই এই টিকাগুলো শরীরের পক্ষে এক ধরনের অ্যান্টিজেন । | অর্থাৎ যে কোনো পদার্থ শরীরে প্রবেশের পর শরীরের পক্ষে অচেনা (ফরেন) বিবেচিত হলে এবং শ্বেতকণিকার সংস্পর্শে এসে অ্যান্টিবডি তৈরি করলে তাকে অ্যান্টিজেন বলে এবং ঐ অ্যান্টিবডির সঙ্গে | সুনির্দিষ্ট বিক্রিয়ায় মিলিত হয়ে থাকে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions