এন্টিবডি কি?
অ্যান্টিবডি (antibody): অ্যান্টিজেনের প্রতিক্রিয়ায়, তারই সঙ্গে সুনির্দিষ্টভাবে কাজ করতে শরীরে কিছু আমিষ জাতীয় পদার্থ তৈরি হয়। একেই বলা হয় অ্যান্টিবডি (প্রতিরক্ষিকা)। সব অ্যান্টিবডিই একটি বিশেষ ধরনের প্রোটিন বা আমিষ দলভুক্ত। এদের নাম ইমিউনোগ্লোবিউলিন (immunoglobulin)। শরীরে কোনো প্রদাহ হলে, ভাইরাস বা জীবাণুর আক্রমণ হলে টিকা গ্রহণ করলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। | আবার মায়ের শরীর থেকে কিছু কিছু অ্যান্টিবডি গর্ভস্থ শিশুর শরীরে যায়। যেমন- ধনুষ্টংকারের বিরুদ্ধে যে অ্যান্টিবডি আছে, মায়ের টিকা নেয়া থাকলে, সেগুলো শিশুর শরীরে আসে। অ্যান্টিবডিগুলোর মূল কাজ আমাদের শরীরে রোগ প্রতিরোধ করা। অ্যান্টিজেন-এর উৎপাতের ফলে এরা তৈরি হয় ঠিকই, কিন্তু এরা অ্যান্টিজেনকেই বিনষ্ট করে। ফলে শরীর রোগের হাত থেকে রক্ষা পায়।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions