এন্টিডোট কি?
অ্যান্টিডোট (antidote): এই শব্দটি এসেছে গ্রিক ভাষার antidoton শব্দ থেকে। এর অর্থ কারো বিরুদ্ধে কিছু দেয়া বা করা। অ্যান্টিডোট হচ্ছে সেই সব পদার্থ যা বিষাক্ত বস্তুর সাথে ক্রিয়ার মাধ্যমে তাদের বিষক্রিয়ানষ্ট করে অথবা তা নিষ্ক্রিয় করে দেয় । অ্যান্টিডোট অনেক রকমের হয় । রাসায়নিক যেসব অ্যান্টিডোট বিষের সঙ্গে ক্রিয়ার মাধ্যমে সেগুলোকে নিরাপদ রাসায়নিক যৌগে পরিণত করে, তা রাসায়নিক অ্যান্টিডোট । যেমন- খাবার লবণ সিলভার নাইট্রেটকে সিলভার ক্লোরাইড-এ পরিণত করে। ফলে নাইট্রেট-এর বিষক্রিয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। যান্ত্রিক বা মেকানিক্যাল- এরা বিষাক্ত পদার্থের সঙ্গে কোনো ক্রিয়া করে না। বরং বিষ যাতে শরীরে শোষিত না হয়, সে ব্যবস্থা করে। যেমন- দুধ, ডিমের সাদা অংশ, চারকোলের মিহি গুঁড়ো, চর্বি, তেল এসবই মেকানিক্যাল অ্যান্টিডোট।
শারীরবৃত্তিক বা ফিজিওলজিক- এই ধরনের অ্যান্টিডোটগুলো বিষ যে ধরনের কাজ করে, ঠিক তার উল্টো কাজ করে। বিষের প্রভাবকে নিষ্ক্রিয় করে দেয়। | যেমন- যেসব বিষে খিচুনি হয়, এমন বিষের বিরুদ্ধে ঘুমের ঔষধ দিলে খিচুনি বন্ধ হয় । সর্বজনীন বা ইউনিভার্সাল- প্রতিটি অ্যান্টিডোট সাধারণত একটি নির্দিষ্ট বিষের বিরুদ্ধেই কাজ করে । তবে কতকগুলো অ্যান্টিডোটকে এক সঙ্গে মিশিয়ে চেষ্টা করা হয়েছে এমন একটি সর্বজনীন অ্যান্টিডোট তৈরি করার, যা খেলে অনেকগুলো বিষ নিষ্ক্রিয় হবে। যেমনদুই ভাগ সক্রিয় চারকোল, এক ভাগ ট্যানিক অ্যাসিড ও এক ভাগ ম্যাগনেসিয়াম অক্সাইড-এর মিশ্রণ এমনি একটি অ্যান্টিডোট।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions