এন্টিবায়োটিক কি?
অ্যান্টিবায়োটিস্ (antibiotics): নির্দিষ্ট কোনো অণুজীবের বংশবৃদ্ধিতে অন্য কোনো অণুজীবের বাধা দেওয়ার শক্তি ও প্রক্রিয়ার নাম অ্যান্টিবায়োসিস' (এই গ্রিক শব্দটির অর্থ জীবনবিরোধিতা তথা অণুজীব-বিরোধিতা)। জীবাণু ছত্রাক বা অন্য কোনো অণুজীবে উপস্থিত এ জাতীয় অণুজীব-বিরোধী উপাদানের নাম দেওয়া হয়েছে। অ্যান্টিবায়োটিক । অ্যান্টিবায়োটিকের কাজ জীবাণু, ছত্রাক বা ভাইরাসের বংশবৃদ্ধি ব্যাহত করা অথবা তাদের বিনাশ করা। | প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কারের গৌরব ইংরেজ চিকিৎসক আলেকজান্ডার ফ্লেমিং-এর । ১৯২৯ সালে আকস্মিকভাবে তিনি পেনিসিলিয়াম গ্রুপের ছত্রাকের মধ্যে জীবাণুনাশক পেনিসিলিনের অস্তিত্ব শনাক্ত করেন। কিন্তু তখন বিশুদ্ধ ও মানবদেহে ব্যবহারযোগ্য নিরাপদ রূপে এর নিষ্কাশন সম্ভব হয় নি। এর পর ১৯৪০ সালে হাওয়ার্ড ফ্লোরি (Sir Howard Walther Florey ১৮৯৮-১৯৬৮) এবং আর্নেস্ট চেইন (Ernst Boris Chain : ১৯০৬-১৯৭৯) | পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে বিশুদ্ধ পেনিসিলিন নিষ্কাশন করতে সক্ষম হন এবং ১৯৪১ সাল থেকে জীবাণু-ঘটিত রোগের বিরুদ্ধে পেনিসিলিনের ব্যবহার শুরু হয় ।
পেনিসিলিন (penicillin) আবিষ্কারের পথ ধরে | তখন শুরু হল ব্যাপক গবেষণা এবং একের পর এক | অ্যান্টিবায়োটিক আবিষ্কার। ১৯৪৪ সালে ওয়াক্সম্যান (SeImam Waksman ১৮৮৮-১৯৭৩) স্ট্রেপটোমাইসিস গ্রিসিয়াস নামক ছত্রাক থেকে যক্ষ্মার চিকিৎসায় কার্যকর স্ট্রেপটোমাইসিন (streptomycin) আবিষ্কার করেন। এর পর ১৯৪৭ সালে টাইফয়েড জ্বরে ব্যবহার্য ক্লোরামফেনিকল এবং ১৯৪৮ সালে ক্লোরটেট্রাসাইক্লিন, ১৯৫২ সালে টেট্রাসাইক্লিনের আবিষ্কার । এখন আমরা ইরিথ্রোমাইসিন, জেন্টামাইসিন, সেফালোস্পোরিন গ্রুপের একাধিক অ্যান্টিবায়োটিক, এমনকি ছত্রাক ও ভাইরাস-বিরোধী অ্যান্টিবায়োটিকও ব্যবহৃত হতে দেখছি। এক দিকে অণুজীব অ্যান্টিবায়োটিক থেকে আত্মরক্ষার তাগিদে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে সহনশীলতা অর্জন করছে, অন্য দিকে বিজ্ঞানীদের চেষ্টায় ক্রমাগত নতুন নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়ে অণুজীবের বিরুদ্ধে লড়াই নিশ্চিত করছে।
যদিও জীবাণু-বিরোধী ঔষধ কেমােচিকিৎসা| উপাদান এবং অ্যান্টিবায়োটিক- এই দুই নামে বিন্যস্ত, তবু মৌল কার্যকারিতার প্রকৃতি বিচারে এরা একই গোষ্ঠীর । এদেরকে অনায়াসে অণুজীব-বিরোধী ঔষধ (অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস) নামে চিহ্নিত করা চলে। বর্তমান চিকিৎসাবিজ্ঞানীদের প্রবণতাও সেই দিকে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions