এন্টিমনি কী?
অ্যান্টিমনি (antimony): মৌলিক ধাতব পদার্থ । সাদা ও ভঙ্গুর। আকার স্ফটিকের মতো। সাধারণত অক্সাইড ও সালফাইড অবস্থায় পাওয়া যায়। এটি খনিজ দ্রব্য। অ্যান্টিমনি সালফাইডের বাংলা নাম সুর্মা। চোখের ভ্রু কালো করার জন্য সুর্মা ব্যবহার করা হয়। ছাপার টাইপ তৈরির সময় সিসার সঙ্গে অ্যান্টিমনি মেশানো হয়। এর রাসায়নিক সঙ্কেতচিহ্ন Sb (স্টিবিয়াম)। অ্যান্টিমনির ব্যবহার বহু প্রাচীন কাল থেকেই মানুষের জানা ছিল। প্রায় পাঁচ হাজার বছর ধরে মানুষ অ্যান্টিমনি ব্যবহার করে আসছে। বলে ধারণা করা হয়। এর পারমাণবিক ওজন ১২১.৭৬ এবং পারমাণবিক সংখ্যা ৫১।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions