এপেন্ডিসাইটিস কি
ক্ষুদ্রান্ত্র শেষ হয় সিকামে। সিকাম বৃহদন্ত্রের প্রথম অংশ । সিকামের নিচের অংশ থেকে একটি সরু, ছোট কেঁচোর মতো অংশ ঝুলে থাকে। এর নাম অ্যাপেনডিক্স
ভারমিফরমিস । জীবাণু সংক্রমণসহ যে কোনো কারণে এতে প্রদাহের সৃষ্টি হলে অ্যাপেনডিসাইটিস বলা হয় । সময় মতো অপারেশন না করানো হলে এর ফলে মারাত্মক জটিলতা সৃষ্টির সম্ভাবনা থাকে, এমনকি জীবন। বিপন্ন হতে পারে। অ্যাপেনডিসাইটিসের ব্যথা সাধারণত প্রথমে নাভির চারপাশে শুরু হয় এবং কিছু সময় পরে তা তলপেটের ডানদিকে সরে আসে। সঙ্গে জ্বর থাকে এবং বমি হতে পারে। অবিলম্বে চিকিৎসা না করলে অ্যাপেনডিক্সে পচন ধরে, ফেটে কিংবা ছিদ্র হয়ে পুরো উদর-আবরণীতে জীবাণু সংক্রমণ ছড়িয়ে পড়ে রোগীর প্রাণসংশয় ঘটাতে পারে। সাধারণত শল্যচিকিৎসার মাধ্যমে অ্যাপেনডিক্স অপসারণ করে এ রোগের চিকিৎসা করা হয় ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions