এনোড ও ক্যাথোড কি
তড়িৎ-বিশ্লেষণ প্রক্রিয়ায় যে ইলেকট্রোড বা তড়িৎদ্বার দিয়ে তড়িৎপ্রবাহ ভোল্টামিটারে প্রবেশ করে বা যে তড়িৎদ্বার ক্যাথোডের তুলনায় ধনাত্মক বিভবে থাকে, তাকে অ্যানোড বলা হয় । তড়িৎ-বিশ্লেষণ হল কোনো দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করে এর অণুগুলিকে ধনাত্মক (পজিটিভ) ও ঋণাত্মক (নেগেটিভ) আয়নে বিভক্ত করার পদ্ধতি। সহজ ভাষায় অ্যানোড হল ধনাত্মক ইলেকট্রোড বা তড়িৎদ্বার। যে কোনো বৈদ্যুতিক ব্যবস্থায় যেমন ক্ষরণ নল অথবা অর্ধপরিবাহী ইলেকট্রনিক যন্ত্র বা কৌশলে (device) যে প্রান্ত বা তড়িৎদ্বার থেকে ইলেকট্রন বের হয় বা নির্গত হয় তাকে বলা হয় অ্যানোড। শুষ্ক বিদ্যুৎকোষে অ্যানোড হল পজিটিভ টার্মিনাল বা ধনাত্মক প্রান্ত। অ্যানোডের বিপরীত তড়িৎদ্বার হল ক্যাথোড । এটি হল ঋণাত্মক তড়িৎদ্বার । কোনো উষ্ণায়নিক (thermoionic) ভাল্ভ বা টিউবের অ্যানোডে প্রবাহিত কারেন্ট বা তড়িৎপ্রবাহকে বলা হয় অ্যানোড কারেন্ট বা অ্যানোড প্রবাহ । অ্যানোড ভোল্টেজকে অ্যানোড প্রবাহ দিয়ে ভাগ করে পাওয়া যায় অ্যানোড রোধ । অ্যানোড প্রবাহ ও অ্যানোড ভোল্টেজের অনুপাতকে অ্যানোড বৈশিষ্ট্য বলে। কোনো ক্ষরণ নলে অ্যানোড থেকে যে ধনাত্মক আয়ন নিঃসৃত হয়, তাকে বলে অ্যানোড রশ্মি (anode ray)।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions