এন্ড্রোমিডা কি
অ্যান্ড্রোমিডা (andromeda): পৃথিবী থেকে খালি চোখে যে গ্যালাক্সিগুলো দেখা যায় তার একটি হচ্ছে অ্যান্ড্রোমিডা। এটি উত্তর গোলার্ধে অবস্থিত । আমাদের পৃথিবী থেকে অ্যান্ড্রোমিডার দূরত্ব প্রায় ২২ লক্ষ আলোকবর্ষ । ‘অ্যান্ড্রোমিডা' নামটি এসেছে গ্রিক পুরাণ কাহিনী থেকে । অ্যান্ড্রোমিডা ছিলেন ইথিউপিয়ার রাজা সেফেউস ও রানী ক্যাসিওপিয়ার কন্যা। রানী ক্যাসিওপিয়া তার সৌন্দর্যের জন্য খুব অহঙ্কার করতেন। সে জন্য সমুদ্রদেবতা পোসাইডন ক্রুদ্ধ হয়ে ইথিউপিয়া ধ্বংস করতে উদ্যত হন। তখন দেবতা আমনের অনুরোধে ও প্রজাদের দাবিতে রাজা তাঁর মেয়েকে পোসাইডনের নিকট সমর্পণ করেন । তিনি রাজকন্যাকে সমুদ্রশিলার সাথে বেঁধে রাখেন। পারসিয়াস মেডুসার মাথা নিয়ে যাওয়ার সময় রাজকন্যাকে উদ্ধার করেন। মেডুসার মাথা দেখিয়ে তিনি সমুদ্রদেবতাকে পাথরে পরিণত করেন । পারসিয়াস অ্যান্ড্রোমিডাকে বিয়ে করেন। মৃত্যুর পর অ্যান্ড্রোমিডার স্থান হয় আকাশে, মায়ের পাশে। বাংলায় অ্যান্ড্রোমিডার নাম ধ্রুবমাতা।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions