প্লেটোর দার্শনিক রাজার বৈশিষ্ট্য
প্লেটোর আদর্শ রাষ্ট্রের (Ideal state) মধ্যমণি দার্শনিক রাজা (Philosopher king)। প্লেটো যেভাবে তার আদর্শ রাষ্ট্রের ছবি অঙ্কিত করেছেন তাতে দার্শনিক রাজার পদমর্যাদা সর্বোচ্চ। তার মতে আদর্শ রাষ্ট্রের মৌল ভিত্তি হলো— “পূণ্যই জ্ঞান” (Virtue is knowledge)। এ সত্য তিনি তার গুরু সক্রেটিসের নিকট থেকে লাভ করেছেন। তাছাড়া, এথেন্সের রাজনীতি ক্ষেত্রে তিনি যে অভিজ্ঞতা লাভ করেন তাও এ সত্য সম্পর্কে তার বিশ্বাসকে করেছে দৃঢ়। তিনি বিশ্বাস করতেন, “যা উত্তম তা জানা সম্ভব ও অর্জন করা সম্ভব। তা অন্তর্দৃষ্টি, অনুমান বা ভাগ্যের উপর নির্ভরশীল নয়, বরং যুক্তি বা যুক্তিবাদী অনুসন্ধানের উপর নির্ভরশীল।” | এ সত্য যে তিনি শুধু বিশ্বাস করতেন তাই নয়, সঠিক জ্ঞানের ভিত্তিতে দার্শনিক রাষ্ট্র তত্ত্বের (philosophic statecraft) উদ্ভাবন এবং তাঁর শ্রীবৃদ্ধির জন্য তিনি তার অমর বিদ্যায়তন ‘একাডেমি (Academy) পরিচালনা করতেন। তার যুক্তি ছিল অত্যন্ত সরল। একজন উত্তম ব্যক্তি অবশ্যই একজন উত্তম নাগরিক এবং উত্তম নাগরিক শুধু উত্তম রাষ্ট্রেই খুঁজে পাওয়া যাবে। তার নিকট রাষ্ট্র ছিল সকল নৈতিকতা, সততা ও পুণ্যের আবাসভূমি। | তিনি বলতেন, জ্ঞানই যদি পুণ্য হয়, তবে পূণ্যবান হলেন তিনি যিনি জ্ঞানের অধিকারী-দার্শনিক বা | বৈজ্ঞানিক। এবং সরকারের সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে একমাত্র জ্ঞানীদের চূড়ান্ত কর্তৃত্ব থাকা উচিত ('The one who knows-the philosopher or scholar or scientist ought to have decisive power in government')। এ সত্যই প্লেটোর রিপাবলিক গ্রন্থের সর্বত্র অনুরণিত এবং এই হলো তাঁর দার্শনিক রাজার (philosopher king) ভিত্তিভূমি।
প্লেটোর দার্শনিক রাজার শাসন সম্বন্ধে অধ্যাপক গেটেল বলেন, “জ্ঞানই যদি পুণ্য হয় এবং জ্ঞান যদি অর্জন করা সম্ভব হয় এবং শুধু কিছুসংখ্যক ব্যক্তিই জ্ঞানের অধিকারী হতে পারেন, তা হলে জ্ঞানী ব্যক্তির হাতেই রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করা বাঞ্ছনীয়। সােজা কথায়, দার্শনিকগণ হবেন রাজা।”প্লেটোর কথায়, যে পর্যন্ত দার্শনিকগণ নিজের দেশের শাসক হচ্ছেন কিংবা যারা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তারা যথার্থ জ্ঞানের দ্বারা অনুপ্রাণিত না হচ্ছেন,-অন্যকথায় রাজনৈতিক ক্ষমতা ও দর্শনের সম্মিলন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ বিশৃংখল পরিস্থিতি থেকে পরিত্রাণের কোন আশা নেই” (“Unless either philosophers become kings in their countries or those who are now called kings and rulers come to be sufficiently inspired with a genuine desire for wisdom... political power and philosophy meet together... there can be no rest from troubles.")
দার্শনিক রাজার বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:
১। প্লেটোর মতে, দার্শনিক রাজা সর্বোত্তম জ্ঞানের অধিকারী। তিনি সত্য ও সুন্দরের পূজারী এবং অসত্য ও অসুন্দরকে অবজ্ঞাকারী।
২। বৈজ্ঞানিক পদ্ধতিতে তিনি জ্ঞানের অনুসন্ধান করেন। প্রকৃত জ্ঞান আহরণের জন্য তার রয়েছে গভীর আগ্রহ।” তার অন্তর অত্যন্ত উদার এবং মন সংস্কার মুক্ত।
৩। তিনি ন্যায় ও নম্রতার প্রতীক। তার বোধশক্তি তীব্র এবং স্মরণশক্তি প্রখর।।
৪। “তার চরিত্রে রয়েছে সঙ্গীতের মূর্ঘনা এবং আচরণ স্বর্গীয় দীপ্তিতে ভাস্বর। দৈহিক ভোগবিলাসে | তার কোন আকর্ষণ নেই। অর্থ ও সম্পদের প্রতি তার রয়েছে এক প্রকার অনীহা।”
উল্লিখিত বৈশিষ্ট্যের অধিকারী দার্শনিক রাজা প্লেটোর আদর্শ রাষ্ট্রের কর্ণধার। কোন জাহাজের | নিরাপত্তা যেমন সুদক্ষ নাবিকের পরিচালনার উপর নির্ভরশীল, তেমনি রাষ্ট্রের নিরাপত্তা এবং গৌরব নির্ভর করবে দার্শনিক রাজার জ্ঞান ও প্রজ্ঞার উপর।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions