প্লেটো কার শিষ্য ছিলেন?
মহামতি প্লেটো ছিলেন গ্রীক পণ্ডিতপ্রবর দার্শনিক সক্রেটিসের শিষ্য। বিখ্যাত দার্শনিক ও রাজনৈতিক দর্শনের প্রখ্যাত উদগাতা এরিস্টটল ছিলেন প্লেটোর শিষ্য। এই ত্রয়ী-সক্রেটিস, প্লেটো ও এরিস্টটল-বিশ্ব সভ্যতার তিনটি উজ্জ্বলতম নক্ষত্রসম। জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে তাদের অতুলনীয় অবদান চির ভাস্বর। এই মনীষীগণ জ্ঞান-বিজ্ঞানের আদি গুরু। প্লেটো খ্রিষ্টপূর্ব ৪২৭ অব্দে এথেন্সের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অতি অল্প বয়সে সক্রেটিসের সাহচর্যে আসেন এবং তার চিন্তাধারায় গভীরভাবে প্রভাবান্বিত হন।
প্লেটোর চিন্তাধারা ছিল বৈপ্লবিক। তার গ্রন্থসমূহ চিন্তাক্ষেত্রে আলােড়ন সৃষ্টি করে। তার ‘দি রিপাবলিক' (The Republic), দি লজ’ (The Laws), “দি স্টেটসম্যান' (The Statesman) বিশেষভাবে উল্লেখযোগ্য। ‘দি রিপাবলিক' গ্রন্থটি পৃথিবীর শ্রেষ্ঠতম দশটি গ্রন্থের অন্যতম। আজ পর্যন্ত যত প্রকার বৈপ্লবিক চিন্তাধারার সূত্রপাত হয়েছে ‘দি রিপাবলিক' গ্রন্থে তা সূচিত হয়েছে। তাই ‘দি রিপাবলিক গ্রন্থের প্রণেতা প্লেটো সকল বিদগ্ধ জনের নমস্য।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions