Home » » সচিবালয়ের প্রশাসনিক কাঠামো

সচিবালয়ের প্রশাসনিক কাঠামো

সচিবালয়ের কাঠামো ও কার্যগত দিক

সচিবালয়ের প্রশাসনিক কাঠামো

প্রশাসনিক সংগঠনের পদসােপানে জাতীয় সচিবালয় এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সচিবালয় হলো ক্ষমতার কেন্দ্রস্থল। বাংলাদেশ সরকারের নীতি ও কর্মসূচি এখানেই প্রথম জন্মলাভ করে এবং এ সচিবালয় মন্ত্রি ও সরকারি কর্মচারীর মধ্যে দ্বন্দ্ব, সংঘাত ও সহযোগিতার কেন্দ্রস্থল। মন্ত্রি ও সরকারি কর্মকর্তার মধ্যে সম্পর্ক হলো প্রাত্যহিক ও প্রত্যক্ষ এবং এই দুয়ের মধ্যে দ্বন্দ্বও প্রত্যক্ষ। জাতীয় সচিবালয়কে সকল প্রকার রাজনৈতিক, আঞ্চলিক এবং স্বার্থ সংশ্লিষ্টগোষ্ঠীর প্রভাবাধীন হয়ে কার্যসম্পাদন করতে হয়। কেননা সচিবালয় কর্তৃক প্রণীত ও গৃহীত সিদ্ধান্ত সমাজ ও সুসংগঠিত সামাজিক অর্থনৈতিক গোষ্ঠীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেজন্য বিভিন্ন চাপসৃষ্টিকারী গোষ্ঠী সিদ্ধান্ত প্রণয়ন ক্ষেত্রে সচিবালয়ের ওপর নানা প্রকার প্রভাব সৃষ্টি করার উদ্দেশ্যে সম্ভাব্য উপায় খুঁজে বেড়ান। সচিবালয় বিভিন্ন প্রতিযোগি স্বার্থগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অবগঠন ঘটাতে সাহায্য করে। 

বাংলাদেশের মন্ত্রণালয়ের সংগঠন 

রাজনৈতিক স্তর : উর্ধ্বতন পর্যায়ে রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রি, এক বা একাধিক উপমন্ত্রি প্রতিমন্ত্রি সাহায্য করেন। 

প্রশাসনিক স্তর:

# সচিব তিনি হলেন প্রশাসনিক প্রধান এবং মন্ত্রির প্রধান উপদেষ্টা। বর্তমানে বিশেষ সচিব ও অতিরিক্ত সচিবও রয়েছে। 

# যুগ্মসচিব (প্রশাসন) কর্মচারী এবং কার্যালয় ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন অভ্যন্তরীণ অর্থ উপদেষ্টা। 

# যুগ্মসচিব (সচিবালয়ের প্রত্যক্ষ কার্যসম্পাদন দায়িত্ব গ্রহণ করেন)।

# যুগসচিব (সংশ্লিষ্ট বিভাগ ও অন্যান্য সংস্থার দায়িত্বভার গ্রহণ করেন। 

# উপসচিব ও সহকারী সচিব যুগ্মসচিবকে তাঁদের দায়িত্ব পালনের নির্দেশ মোতাবেক সাহায্য করেন।

 সচিবালয়ভুক্ত নয় এরূপ সংগঠন

# বিভাগীয় প্রধান/চেয়ারম্যান/মহাপরিচালক।

# পরিচালক (কার্যগত দিক থেকে যুগ্মসচিবের সমতুল্য) 

# যুগা-পরিচালক-অথবা উপপ্রধান 

# উপপরিচালক কিংবা সমতুল্য কর্মকর্তা 

# সহকারী পরিচালক।

সচিবালয়ের-প্রশাসনিক-কাঠামো

 # সচিব-বিভাগের দায়িত্বে অধিষ্ঠিত থাকেন।

# অতিরিক্ত/যুগ্ম-সচিব-উপবিভাগের দায়িত্বে থাকেন। 

# উপসচিব-শাখা (কয়েকটি শাখার দায়িত্ব নেন)।

# ঊর্ধ্বতন সহকারী সচিব (একটি শাখার দায়িত্ব নেন)। 

# সহকারী সচিব (একটি শাখার দায়িত্ব নেন)। 

মন্ত্রি ও সচিবের পরই সবচেয়ে কার্যকর সিদ্ধান্তগ্রহণের স্তরে পড়েন অতিরিক্ত ও যুগ্ম-সচিব। একজন যুগ্মসচিবের নিয়ন্ত্রণাধীন থাকেন সাধারণত ২ থেকে ৪ জন উপসচিব। একজন উপসচিবের নিয়ন্ত্রণাধীন থাকেন সাধারণত ১ থেকে ৫ জন সহকারী সচিব। সচিবের দায়িত্বভার বিভাগ, যুগ্ম সচিবের দায়িত্বভার উপবিভাগ, উপসচিবের দায়িত্বভার শাখা এবং সহকারী সচিবের দায়িত্বভার উপশাখা বা সেকশন বলে পরিচিত।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *