নদী ক্ষয়চক্র কি / ক্ষয়চক্র (Cycle of Erosion)
ক্ষয়চক্র কি
নদীর বিভিন্ন গতিতে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এখানে প্রধান নদীটি খুবই খরস্রোতা ও ঢালযুক্ত। উপনদী ও শাখা নদীর সংখ্যা খুবই কম। নদীর ক্ষয় সাধনই প্রধান কাজ। পরিণত অবস্থায় নদীর উপনদী ও শাখা নদীর সংখ্যা বৃদ্ধি পায়। নদীর ঢাল ক্রমেই হ্রস পায়। নদী বড় বাঁক নিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সৃষ্ট প্লাবন ভূমিতে এই বাঁকগুলো স্থান পরিবর্তন করে। পরবর্তী পর্যায়ে বার্ধক্য অবস্থায় নদীর ঢাল আরও হ্রস পায় এবং নদীর মধ্যে ও পাড়ে নদীবাহিত তলানির সঞ্চয় ঘটে। নদী অগভীর ও অস্বাভাবিক প্রশস্থতা লাভ করে। আবার প্রাকৃতিক কারণেই সমভূমি পুনরায় উচ্চ পার্বত্য অঞ্চলে পরিণত হয়ে নদী প্রাথমিক বা যৌবন অবস্থায় নিয়ে যায়। একেই ক্ষয়চক্র বলা হয়। আমেরিকান ভূবিজ্ঞানী এম, ডেভিস প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীতে ক্ষয়চক্র ধারণার প্রবর্তন করেন এবং ভূমিরূপের বিবর্তনে এর বিশেষ গুরুত্ব আরোপ করে। নদী দ্বারা ক্ষয়কার্যের ফলে যে ক্ষয়চক্রের ধারা নির্দিষ্ট হয় তাকে নদী ক্ষয়চক্র বা স্বাভাবিক ক্ষয়চক্র বলে। নদী পার্বত্য অবস্থা থেকে পরিণত অবস্থা এবং শেষে বার্ধক্য অবস্থায় পৌঁছার পরে আবার বিভিন্ন প্রাকৃতিক কারণে নদীর প্রাথমিক গতিতে ফিরে যাওয়াকে নদীর পুনঃযৌবন প্রাপ্তি (Rejuvenation) বলে ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions