শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য
যদিও শেয়ার এবং স্টক এই দুটো শব্দকে একই অর্থে ব্যবহার করা হয়, তথাপি এদের মধ্যে পার্থক্য আছে। কোন কোম্পানীর মুলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করা হয়, এগুলো শেয়ার। এই শেয়ারকে আর ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না। আর কয়েকটি শেয়ার একত্রে হয় স্টক, ষ্টককে ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়। কিন্তু শেয়ারকে তা করা যায় না। বিদেশে শেয়ার মার্কেট বলে না, বলে স্টক মার্কেট। যেহেতু আমাদের দেশে স্টক এর চেয়ে শেয়ার মার্কেট নামটাই বেশী প্রচলিত, তাই বুঝার সুবিধার্থে বেশির ভাগ লেনদেনকারীই শেয়ার মার্কেট কথাটি বলে থাকেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions