শেয়ার ব্যবসা শুরু করার আগে যা জানা প্রয়োজন
নতুন বিনিয়োগকারীদের যা জানা প্রয়োজন:
যারা বুঝেশুনে দীর্থ সময়ের জন্য শেয়ার কিনে রাখেন তারা বিনিয়োগকারী। এরা কম দামে শেয়ার কিনে দীর্ঘ সময় পর প্রায় দ্বিগুন দামে বিক্রি করেন। প্রকৃতপক্ষে অন্যদের চেয়ে এরাই ভালো লাভ করেন। যারা প্রতিদিন শেয়ার কেনা বেচা করেন তারা মুলত শেয়ার ব্যবসায়ী বা ট্রেডার। এরা শেয়ার কিনে ম্যাচিউড হলেই সামান্য লাভে বিক্রী করে দেন। শেয়ার ব্যবসায় এদের সংখ্যা প্রায় ৭০% । আর যারা কোম্পানীর মৌল ভিত্তি না বুঝে আন্দাজে শেয়ার কেনা বেচা করেন, তারা এক ধরনের জুয়ারী। মনে রাখব্রেন শেয়ার থ্যবসা কোনক্রমেই জুয়া খেলা নয়। শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভ যেমন হয়, তেমনি লোকসানও হতে পারে। শেয়ার ব্যবসাটা একটা বিশ্লেষনধর্মী বুদ্ধির ব্যবসা। আর সে কারনেই এটা খুবই সম্মানজনক একটা ব্যবসা-কোন সন্দেহ নেই। আপনি যদি শেয়ার ব্যবসার মনস্থ করে থাকেন, তাহলে শেয়ার সম্পর্কে আপনাকে যথেষ্ট জানতে হবে। এ জানার জন্যে আপনাকে কোন গ্রাজুয়েশন নিতে হবে না । কোন ডিগ্রীধারীও হতে হবে না। প্রয়োজন শুধু অভিজ্ঞতার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions